This Article is From Aug 03, 2019

২৪ ঘণ্টা পার; হস্টেল থেকে বেরিয়ে কলকাতায় নিখোঁজ জেভিয়ার্সের প্রথম বর্ষের ছাত্র

প্রথম বর্ষের ওই বিএসসি শিক্ষার্থী হস্টেলে নতুন এসেছেন। ২৮ জুলাই থেকে হস্টেলে  থাকা শুরু করেন তিনি।

২৪ ঘণ্টা পার; হস্টেল থেকে বেরিয়ে কলকাতায় নিখোঁজ জেভিয়ার্সের প্রথম বর্ষের ছাত্র
কলকাতা:

বৃহস্পতিবার কলেজের হস্টেল থেকে বেরিয়েছিলেন কলকাতার কলেজ পড়ুয়া তরুণ। ২৪ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও কোনও খোঁজই মিলছে না সেন্ট জেভিয়ার্স কলেজের স্নাতক প্রথম বর্ষের ওই শিক্ষার্থীর। পুলিশ শুক্রবার জানায়, “বৃহস্পতিবার হুগলির সিঙ্গুরের বাসিন্দা হৃষিক কোলে নিরুদ্দেশ হয়ে যান। বিজ্ঞান বিভাগের ওই ছাত্র যে নিখোঁজ হয়েছেন তা বুঝতে পেরে সেন্ট জেভিয়ার্স কলেজ হস্টেলের সুপারিন্টেন্ডেন্ট স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন।” 

দেশের প্রথম অর্থনীতি ও হিসাবশাস্ত্রের গবেষণাগার তৈরি করবে সেন্ট জেভিয়ার্স

কলেজ ছাত্রাবাসের সুপারিন্টেন্ডেন্ট জানিয়েছেন, ওই শিক্ষার্থী সকালেই কলেজে ক্লাস করতে যাচ্ছি বলে বেরিয়ে যান এবং সন্ধ্যা পেরিয়ে গেলেও তাঁকে ফিরতে না দেখে হস্টেলের অন্যান্য ছাত্ররা চিন্তিত হয়ে পড়েন। তারপরেই ওই ছাত্ররা সুপারিন্টেন্ডেন্টকে বিষয়টি জানান। 

'২০১৯-এ দেবী সরস্বতীকেও স্বাধীনতা দেওয়া দরকার': এআইসিটিইর চেয়ারম্যান

তিনি বলেন, “প্রথম বর্ষের ওই বিএসসি শিক্ষার্থী হস্টেলে নতুন এসেছেন। ২৮ জুলাই থেকে হস্টেলে  থাকা শুরু করেন তিনি। আমি সঙ্গে সঙ্গে তাঁর স্থানীয় অভিভাবকদের ফোন করেছিলাম কিন্তু তারা হৃষিকের সম্পর্কে কিছুই জানাতে পারেননি। তাই পুলিশকে জানাই পুরো বিষয়টা।”



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.