কলকাতা: মঙ্গলবার গভীর রাতে মধ্য কলকাতার একটি হোটেল থেকে জুয়া খেলার ( gambling) অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করল (Five arrested) পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে একথা।
রাত সাড়ে ১১ টা নাগাদ পার্ক স্ট্রিট থানার অন্তর্গত এলিয়ট রোডের হিরা হলিডে ইন হোটেলের একতলার একটি ঘরে হানা দিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ, বলে খবর।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলিধর শর্মা সাংবাদিকদের জানান, অভিযুক্তদের থেকে মোট ১,৮০,৬০০ টাকা নগদ, জুয়ার চার সেট কার্ড, ছটি মোবাইল এবং অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এদের মধ্যে হোটেলের মালিকও রয়েছে।
প্রত্যেকের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) এবং ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এর পাশাপাশি পশ্চিমবঙ্গ জুয়া প্রতিরোধ আইনের ৩ ও ৪ ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)