This Article is From Sep 15, 2019

অন্ধ্রপ্রদেশে নৌকাডুবিতে মৃত বারো, নিখোঁজ বহু মানুষ

Andhra Pradesh Boat Accident: ত্রাণ ও উদ্ধার কার্যের জন্য ONGC-র হেলিকপ্টর এবং NDRF -এর দলকে তলব  হয়

অন্ধ্রপ্রদেশে নৌকাডুবিতে মৃত বারো, নিখোঁজ বহু মানুষ

Andhra Pradesh: সংবাদ সংস্থা পিটিআই -এর সূত্র অনুসারে, এনডিআরএফ -এর দুটি দল ত্রাণ ও উদ্ধার কার্যে যোগ দিয়েছে

অমরাবতী:

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) দেবীপটনমের কাছে গোদাবরী (Godavari River) নদীতে নৌকাডুবির ফলে বারো জন মারা যায় এবং এখনও নিখোঁজ বহু মানুষ। নাবিক সহ নৌকাটিতে ৬৩ জন লোক  ছিল। আধিকারিক সূত্রে  জানানো হয়েছে, নৌকাটিতে ৬২জন যাত্রী ছিল, ঘটনার পর ২৩ জনকে বাঁচানো সম্ভব হয়েছে।সংবাদ সংস্থা পিটিআই -এর সূত্র অনুসারে, এনডিআরএফ -এর দুটি দল ত্রাণ ও উদ্ধার কার্যে যোগ দিয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্যের জন্য ONGC-র হেলিকপ্টর এবং NDRF -এর দলকে তলব  হয়।

আধিকারিকদের কাছ থেকে ত্রাণ ও উদ্ধার কার্য সম্পর্কে খোঁজ নিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগমোহন রেড্ডি (YS Jaganmohan Reddy), মাত্র দু দিন আগেই মধ্যপ্রদেশে গণেশ বিসর্জন দিতে গিয়ে জলে ডুবে মারা যান ১২ জন

সংবাদ সংস্থা ANI অনুসারে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী YS Jaganmohan Reddy জেলা স্তরের সমস্ত মন্ত্রীদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন।  সেই সাথে এই অঞ্চলের সমস্ত নৌকা বিহারের বিষয়ে বাধা-নিষেধ আরোপ করেছেন তিনি। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে গোদাবরী নদীতে প্রবল তুফান চলছে। 

তথ্য সহায়ক: এজেন্সি 

.