This Article is From Jun 25, 2018

পশ্চিমবঙ্গ: বজ্রাঘাতে 5 নিহত, 7 জন আহত

3 কৃষক মারা গেছে এবং 5 জন আহত, ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার গাজনায়। অন্যদিকে বাঁকুড়া জেলায় মারা গেছে 2 এবং 2 জন আহত

পশ্চিমবঙ্গ: বজ্রাঘাতে 5 নিহত, 7 জন আহত
কলকাতা: গতকাল পশ্চিমবঙ্গের নদীয়া ও বাঁকুড়া জেলায় বজ্রাঘাতে 5 নিহত ও 7 জন আহত হয়েছে, জানা গেছে পুলিশ সূত্র থেকে।

3 কৃষক মারা গেছে এবং 5 জন আহত, ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার গাজনায়। অন্যদিকে বাঁকুড়া জেলায় মারা গেছে 2 এবং 2 জন আহত। ঘটনাটি জানা গেছে পুলিশ সূত্র থেকে।  

নদীয়া জেলায় প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই কৃষকরা মাঠে কাজ করছিল, সেই সময়তেই বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে তাদের কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়, এক  পুলিশ আধিকারী ঘটনাটি জানিয়েছেন। 

আহত 5 ব্যক্তি শক্তিনগর হাসপাতালে ভর্তি আছে, পুলিশ আধিকারী জানিয়েছেন। 

বাঁকুড়া জেলার 65 বছরের এক মহিলা মাঠে কাজ করছিলেন, সেখানে বজ্রাঘাতে তার মৃত্যুর হয়। বাঁকুড়ার সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ সুখেন্দু হীরা এই কথা জানিয়েছেন। 

একই ঘটনায়, মানুষমারী-র 37 বছরের এক পুরুষ মারা গেছে, এই পুলিশ স্টেশনের এসপি জানিয়েছেন। 

সূত্র থেকে জানিয়ে গেছে, মেরাসলের দুই জন ব্যক্তি বজ্রাঘাতে আহত হয়েছে। 

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.