This Article is From Feb 26, 2019

পরীক্ষার হলে মোবাইল ফোন, উচ্চমাধ্যমিকের প্রথম দিনেই বাতিল হয়ে গেল ৫ পরীক্ষার্থী

ওই পাঁচজনের মধ্যে তিনজন হল ছাত্রী। মালদা জেলার একই স্কুল থেকে পরীক্ষায় বসেছিল তারা। মালদা জেলার অন্য একটি স্কুল থেকে ধরা পড়ে আরেক ছাত্র।

পরীক্ষার হলে মোবাইল ফোন, উচ্চমাধ্যমিকের প্রথম দিনেই বাতিল হয়ে গেল ৫ পরীক্ষার্থী

পরীক্ষা চলাকালীন অন্তত পাঁচজনের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হল। (ছবি প্রতীকী)

কলকাতা:

উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের যদি মোবাইল ফোন সমেত ধরা হয়, তাহলে তাদের ওই পরীক্ষায় শুধু যে আর বসতে দেওয়া হবে না, তা-ই নয়, বাতিল করে দেওয়া হবে রেজিস্ট্রেশনও। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই এমন একটি কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। তা সত্ত্বেও, মঙ্গলবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষা চলাকালীন অন্তত পাঁচজনের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হল। ওই পরীক্ষার্থীদের মধ্যে চারজন হল মালদা জেলার। একজন হাওড়া জেলার। ওই পাঁচজন আর বাকি পরীক্ষাগুলো দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে পর্ষদ। তাদের রেজিস্ট্রেশন বাতিল করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

ওই পাঁচজনের মধ্যে তিনজন হল ছাত্রী। মালদা জেলার একই স্কুল থেকে পরীক্ষায় বসেছিল তারা। মালদা জেলার অন্য একটি স্কুল থেকে ধরা পড়ে আরেক ছাত্র।

মঙ্গলবার উচ্চমাধ্যমিকের প্রথম পত্রের পরীক্ষা ছিল। প্রথম ভাষার পরীক্ষা। এবারে মোট ৮ লক্ষ ১৬ হাজার ২৪৩ জন এই রাজ্য থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।  

.