This Article is From Aug 16, 2018

স্বাধীনতা দিবসে অস্বস্তি বাড়ল বিজেপি সভাপতির

নতুন অস্বস্তিতে বিজেপি সভাপতি অমিত শাহ। স্বাধীনতা দিবসে দলীয় দপ্তরে পতাকা তুলতে গিয়ে আরও একবার অস্বস্তিতে পড়তে হল তাঁকে।

Advertisement
অল ইন্ডিয়া

এই ইস্যুকে হাতছাড়া করতে রাজি নয় কংগ্রেস

নিউ দিল্লি :

নতুন অস্বস্তিতে বিজেপি সভাপতি অমিত শাহ। স্বাধীনতা দিবসে দলীয় দপ্তরে পতাকা তুলতে গিয়ে আরও একবার অস্বস্তিতে পড়তে হল তাঁকে।

একটি ভিডিও দেখা যাচ্ছে পতাকা তোলার সময় সেটি নীচের দিকে নেমে যায়। পরে আবার  সেটিকে নিজ স্থানে তুলে দেন অমিত। আর এই ঘটনায় রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে।  

এই ইস্যুকে হাতছাড়া করতে রাজি নয় কংগ্রেস। টুইটে দলের তরফে জানানো হয়েছে যারা দেশের পতাকা সামলাতে পারে না তারা দেশ কী সামলাবে? তবে এই প্রথম নয় এর আগে গত 50 বছরেরও বেশি সময় জাতীয় পতাকাকে মান্যতা না দিয়ে আগেই অপমান করেছিল বিজপি।

তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।  টুইট করে  তিনি লেখেন, তাঁর ( অমিত)  হাত থেকে উড়তে অস্বীকার করে দেশবাসীকে বার্তা দিলেন ভারত মাতা।                          

       

Advertisement