মেট্রোর থার্ড রেলে আগুনের ফুলকি দেখা যায় শুক্রবার সন্ধ্যায়।যার জেরে প্রায় ৫০ মিনিট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন এক আধিকারিক।
কলকাতা: মেট্রোর থার্ড রেলে আগুনের ফুলকি দেখা যায় শুক্রবার সন্ধ্যায়।যার জেরে প্রায় ৫০ মিনিট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন এক আধিকারিক।
মেট্রো রেলের মুখপাত্র ইন্দ্রাণী মুখোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার বিকেল ৫.৩৪ এ মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে দমদমের দিকে একটি গাড়ি চলে যাওয়ার পর, থার্ড রেলে আগুনের ফুলকি দেখা যায়।তিনি জানান, “তরিঘরি বিষয়টি কন্ট্রোল রুমে জানান।থার্ড রেলে ৫.৩৮ নাগাদ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়”।এরপরেই আপ লাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।
Kolkata Metro Fire: পাতাল- পথে আতঙ্কের রেশ এখনও কাটেনি
চলন্ত মেট্রো রেলে বিদ্যুৎ সরবরাহ হয় থার্ড রেলের মাধ্যমে।
ঘটনাস্থলে যান মেট্রো রেলের আধিকারিকরা।ভয়ের কোনও কারণ নেই বলে জানান তাঁরা।পাশাপাশি পরিষেবা চালু করায় সম্মতি দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন।দমকলের এক আধিকারিক জানিয়েছেন, “ মেট্রোর আধিকারিকরাই আগুন নিভিয়ে ফেলেন, দমকল কর্মীদের কিছু করতে হয় নি”।
আচমকা আগুন লেগে গেল মেট্রোতে, ধোঁয়ায় অসুস্থ ১৬ জন যাত্রী
সন্ধে ৬.২১ নাগাদ আবারও আপ লাইনে মেট্রো চলাচল শুরু হয়। সন্ধায় ব্যস্ত সময়ে ৫০ মিনিট মেট্রো চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এই ঘটনা উস্কে দিল ২৭ ডিসেম্বর মেট্রোর রবীন্দ্র সদন ও ময়দানের মাঝে ধোঁয়া বেরোনোর স্মৃতি।