Read in English
This Article is From Nov 14, 2018

গোটা ঘটনায় আমি হতবাক, নিজের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে মত বিন্নি বনসলের, পদত্যাগের সিদ্ধান্ত

পদত্যাগ করছেন ওয়ালমার্ট ফ্লিপকার্ট গোষ্ঠীর চিফ এগজিকিউটিভ বিন্নি  বনসল। তাঁর  বিরুদ্ধে ‘গুরুতর অভব্য আচরণের’ অভিযোগ উঠেছে।

Advertisement
অল ইন্ডিয়া (c) 2018 The Washington Post

এ বছর ফিল্পকার্টের 77 শতাংশ শেয়ার কিনে নেয় ওয়ালমার্ট

Highlights

  • পদত্যাগ করছেন ওয়ালমার্ট ফ্লিপকার্ট গোষ্ঠীর চিফ এগজিকিউটিভ বিন্নি বনসল
  • তাঁর বিরুদ্ধে ‘গুরুতর অভব্য আচরণের’ অভিযোগ উঠেছে
  • কাজে তেমন কোনও প্রভাব পড়বে না বলে মনে করেন বাজার বিশেষজ্ঞরা

পদত্যাগ করছেন ওয়ালমার্ট ফ্লিপকার্ট গোষ্ঠীর চিফ এগজিকিউটিভ বিন্নি  বনসল। তাঁর  বিরুদ্ধে ‘গুরুতর অভব্য আচরণের' অভিযোগ উঠেছে। সংস্থার দাবি এখনও কোনও প্রমাণ মেলেনি। কিন্তু আচরণে স্বচ্ছতার অভাব রয়েছে। আর তাই তিনি পদত্যাগ করছেন। কিন্তু সমস্ত  অভিযোগ  অস্বীকার করেছেন বনসল। বিবৃতিতে ওয়ালমার্ট জানিয়েছে ফ্লিপকার্টের সঙ্গে  একসঙ্গে কাজ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বিন্নি। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা তাঁর কাজের ক্ষেত্রে  প্রতিবন্ধকতা তৈরি করবে বলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বনসলের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ উঠেছে তা জানায়নি সংস্থা। যোগাযোগ করা হলেও এর বেশি তথ্য  জানানো হয়নি।          

ব্যক্তিগত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদত্যাগ করলেন Flipkart প্রধান                                               

 নিজের পদত্যাগের কথা  জানিয়ে সহকর্মীদের ই-মেল করেছেন বিন্নি। তাতে তিনি  লিখেছেন গোটা ঘটনায় তিনি হতবাক। আমি  সমস্ত  অভিযোগ অস্বীকার করছি।           

Advertisement

এ বছর ফিল্পকার্টের 77 শতাংশ শেয়ার কিনে নেয় ওয়ালমার্ট। এর চেয়ে  বড় চুক্তি   ওয়ালমার্ট আগে  কখনও করেনি। ফ্লিপকার্ট মনে  করে  অ্যামাজনের সঙ্গে লড়াই করার জন্য  ওয়ালমার্টকে এটা করতেই হত।

 কিন্তু এই রদবদলের পর সংস্থার কাজে তেমন কোনও প্রভাব পড়বে  না বলে  মনে  করেন বাজার  বিশেষজ্ঞ সতীশ মিনা।

Advertisement

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement