This Article is From Mar 20, 2019

প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প নিয়ে বাংলা-সহ চারটি অ-বিজেপি রাজ্যকে বিঁধলেন জেটলি

প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প প্রসঙ্গে অ-বিজেপি রাজ্য গুলির ভুমিকা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প নিয়ে বাংলা-সহ চারটি অ-বিজেপি রাজ্যকে বিঁধলেন জেটলি

অন্তর্বর্তীকালীন বাজেটে মোদী সরকার এই প্রকল্পের ঘোষণা করে

হাইলাইটস

  • কিষাণ প্রকল্প নিয়ে বাংলা-সহ চারটি অ-বিজেপি রাজ্যকে বিঁধলেন জেটলি
  • অন্তর্বর্তীকালীন বাজেটে মোদী সরকার এই প্রকল্পের ঘোষণা করে
  • ১২ কোটি কৃষককে বছরে ছ’হাজার টাকা করে অর্থ সাহায্য করা হবে এই প্রকল্পে
নিউ দিল্লি:

প্রধানমন্ত্রী (PM Modi) কিষাণ প্রকল্প প্রসঙ্গে অ-বিজেপি রাজ্য গুলির ভুমিকা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (FM) অরুণ জেটলি। তিনি বলেন পশ্চিমবঙ্গ,মধ্যপ্রদেশ সহ বিজেপি শাসিত নয় এমন রাজ্য গুলি অর্থ সাহায্য পেতে পারেন এমন কোনও কৃষকের কথা জানায়নি। টুইটে তাঁর অভিযোগ রাজনৈতিক কারণেই এই সমস্ত অ-বিজেপি রাজ্যগুলি কৃষকদের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে দিচ্ছে না। অন্তর্বর্তীকালীন বাজেটে মোদী সরকার এই প্রকল্পের ঘোষণা করে। বলা হয় ২ হেক্টরের কম জমি আছে এমন ১২ কোটি কৃষককে বছরে ছ'হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে ৭৫ হাজার কোটি টাকার এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
 

প্রকল্পটি নিয়ে প্রথম থেকেই উতসাহিত  প্রধানমন্ত্রী। টুইট করে তিনি জানান প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কৃষকদের সামনে নতুন দিগন্ত খুলে  দেবে। তিনি বলেন, ক্ষমতায় আসার আগে  এনডিএ বলেছিল কৃষকদের  দাবিকে  অগ্রাধিকার দেওয়া  হবে।  সে কথা  রাখা  হল। আর তাছাড়া  এ মাসের  ১ তারিখ ঘোষণা হওয়া একটি প্রকল্প এত তাড়াতাড়ি যে দিনের আলো দেখছে সেটিও গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করেন প্রধানমন্ত্রী।

.