This Article is From Feb 09, 2020

"দুঃখিত, কিন্তু...", ১৬০ মিনিটের বাজেট বক্তৃতা প্রসঙ্গে ক্ষমা চাইলেন নির্মলা সীতারমন?

অর্থমন্ত্রী যুক্তি দিয়েছেন, খুব যত্ন নিয়ে ভারতীয় অর্থনীতির খোলনলচে প্রসঙ্গে বলতে গিয়ে অতটা দীর্ঘ করা হয়েছিল কেন্দ্রীয় বাজেট ২০২০-র বক্তৃতা।

রেকর্ড গড়ার কোনও উদ্দেশ্য অর্থমন্ত্রীর ছিল না। চেন্নাইতে জানিয়েছেন তিনি।

হাইলাইটস

  • ১৬০ মিনিটের বাজেট বক্তৃতা প্রসঙ্গে " আমি দুঃখিত" বললেন অর্থমন্ত্রী
  • তবে অতটা দীর্ঘ করা অনিবার্য ছিল, দাবি নির্মলা সীতারমণের
  • ভারতীয় অর্থনীতির খোলনলচে প্রসঙ্গে যত্ন নিয়ে বলতে সময় লেগেছে, দাবি তাঁর
চেন্নাই:

"দুঃখিত! কিন্তু ওটা অনিবার্য ছিল।" ১৬০ মিনিটের বাজেট বক্তৃতার (longest-ever budget speech) সমালোচনার জবাবে এভাবেই দুঃখপ্রকাশ করলেন নির্মলা সীতারমণ (Union Finance Minister Nirmala Sitharaman)। অর্থমন্ত্রী যুক্তি দিয়েছেন, খুব যত্ন নিয়ে ভারতীয় অর্থনীতির খোলনলচে প্রসঙ্গে বলতে গিয়ে অতটা দীর্ঘ করা হয়েছিল কেন্দ্রীয় বাজেট ২০২০-র বক্তৃতা। পয়লা ফেব্রুয়ারি টানা ১৬০ মিনিট বাজেট পড়ে নিজের পূর্বসুরি যশবন্ত সিনহা ও অরুণ জেটলিকে পিছনে  ফেলে দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি অসুস্থও হয়ে পড়েছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলতে বাধ্য হয়েছিলেন, "এত দীর্ঘ যে বোঝা মুশকিল।" তার একসপ্তাহ পরেই চেন্নাইয়ের (Chennai) এক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন দাবি করলেন অর্থমন্ত্রী। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। 

Delhi Exit Poll Live: দিল্লিতে হ্যাটট্রিক অরবিন্দ কেজরিওয়ালের, ইঙ্গিত পোল অফ পোলস-এ

তিনি চেন্নাইতে বলেন, "দুঃখিত, আমি স্বীকার করছি সেদিন আপনাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। হয়তো আপনারা ভাবছিলেন, এ কেমন মহিলা ! ২ ঘন্টা ৪০ মিনিট ধরে বাজেট পড়ে যাচ্ছেন। কিন্তু আমাকে সেদিন পূর্ণাঙ্গ অর্থব্যবস্থার ওপর কথা বলতে হতো। আর আমি সেটাই বলেছি। আমাদের কর্তব্য সঠিক আর্থিক নীতি রূপায়ণ। আর আমরা সেটাই করেছি।" অর্থমন্ত্রী যোগ করেছেন, "এছাড়া অন্য কোনও বিকল্প ছিল না। বিষয়টা অনিবার্য ছিল। আমি চেষ্টা করেছি ওই সময়ের মধ্যে সবক'টা পাতা পড়তে। যতটুকু বাকি ছিল সেটা জল খেয়ে আবার পড়েছি।" অর্থমন্ত্রী আরও জানান, "দেশের সব বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা মেটাতে ভারতীয় অর্থনীতির খোলনলচে প্রসঙ্গে বলাটা জরুরি ছিল। তাই খুব যত্ন নিয়ে আমি সেই কাজটা করেছি। নিজের রেকর্ড ভাঙব এমন কোনও প্রত্যাশা ছিল না। শুধু যেটা বলতেই হতো অনিবার্যভাবে সেটাই বলেছি।" 

আপ নেতা, প্রশান্ত কিশোরের সঙ্গে ইভিএমের নিরাপত্তা নিয়ে বৈঠক অরবিন্দ কেজরিওয়ালের

পয়লা ফেব্রুয়ারি, বাজেট বক্তৃতা দেওয়ার সময় তামিল কবির কাব্য, কাশ্মীরের কলি উল্লেখ করে সরস্বতী- সিন্ধু সভ্যতার প্রসঙ্গও টানেন সীতারমণ। টানা ২ ঘণ্টার বেশি বাজেট পড়ে অস্বস্তি অনুভব করেন নির্মলা সীতারমণ। পাশে বসে তাঁর ওই পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী। জল ও ক্যান্ডি নিয়ে ছুটে আসেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল। এরপর সংসদের থেকে সাময়িক বিরতি চেয়ে নিয়ে শেষ তিন পাতা পড়েন অর্থমন্ত্রী। 

.