Read in English
This Article is From Oct 01, 2019

দক্ষিণ এশিয়া তথা কাশ্মীরের মানবাধিকার নিয়ে বৈঠক করবে মার্কিন কংগ্রেস

ফোকাস থাকবে কাশ্মীর উপত্যকার বহু রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করার উপরে। দেখা হবে দৈনন্দিন জীবনযাত্রা, ইন্টারনেট ও টেলিফোন ব্যবস্থা ঠিক আছে কিনা।’’

Advertisement
অল ইন্ডিয়া

২২ অক্টোবর দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হবে।

ওয়াশিংটন:

মার্কিন কংগ্রেসের এক সাব কমিটি (US Congressional sub-committee) সোমবার জানিয়ে দিয়েছে, ২২ অক্টোবর দক্ষিণ এশিয়া (South Asia)র মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি শুনানি হবে। ওই শুনানির কেন্দ্রে থাকবে কাশ্মীর (Kashmir)। ‘স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া'-র কার্যকরী সহ সচিব অ্যালিস ওয়েলস এই শুনানিতে উপস্থিত থাকবেন। কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান যিনি ‘হাউস সাব কমিটি অফ এশিয়া'-র সভাপতি, তিনি এই কথা জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘‘ওই শুনানিতে ফোকাস রাখা হবে কাশ্মীর উপত্যকার উপরে, যেথানে বহু রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দৈনন্দিন জীবনযাত্রা, ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।''

ওই প্যানেল কাশ্মীরের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবে। পাশাপাশি সেখানে খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর জোগান রয়েছে কিনা সেটাও আলোচনা করা হবে।

এছাড়াও স্কট বাসবি, যিনি ব্যুরো অফ ডেমোক্রেসি-র মানবাধিকার শাখার উপ সহকারী সচিব, তিনিও ওই শুনানিতে থাকবেন।

Advertisement

ব্র্যাড শেরম্যান জানিয়েছেন, ‘‘আমকা অন্য বিভাগীয় কর্মীদেরও আমন্ত্রণ জানিয়েছি। এবং আমরা আশা করব ওই ইস্যুতে ব্যক্তিগত মানবাধিকার কর্মীদের কাছ থেকেও সাড়া পাব।''

তিনি বলেন, ‘‘আগস্টে কাশ্মীর উপত্যকার আমেরিকানদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল সান ফার্নানান্দো উপত্যকায়। সঙ্গে আমার সহকর্মী কংগ্রেসম্যান আন্দ্রে কার্সনও ছিলেন। আমি তাঁদের কাছ থেকে জানতে পারি, তাঁদের ও অন্যান্যদের কী কী সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এবং তাঁরা তাঁদের ভালবাসার মানুষদের নিয়েও ভয় পাচ্ছেন। তারপর থেকে কাশ্মীরী আমেরিকানদের সঙ্গে অনেকবার কথা বলেছি আমি।''

Advertisement

তিনি আরও বলেন, ‘‘কাশ্মীরের মানবাধিকার সম্পর্কে আরও জানতে চাই।'' তিনি এও বলেন শ্রীলঙ্কায় তামিলদের পরিস্থিতি, পাকিস্তানে বিশেষ করে পাকিস্তানের সিন্ধ অঞ্চলের মানবাধিকার— এগুলিতেও ফোকাস করা হবে। ফোকাস করা হবে অসমের মুসলিমদের মান‌বাধিকারের বিষয়েও।

Advertisement