বর্ষ শেষের রাতে কলকাতা থেকে গ্রেফতার প্রায় ৩৬৭৮ জন (প্রতীকি ছবি)
কলকাতা: বর্ষশেষের রাতে কলকাতা থেকে গ্রেফতার প্রায় ৩৬৭৮ জন। একাধিক অভিযোগ,অসামাজিক আচরণ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং ট্রাফিক আইন ভাঙার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। বুধবার একথা জানান কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক। তিনি বলেছেন, ধৃতদের মধ্যে ১৪৮ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে। ৫৩১ জনকে মদ্যপ অবস্থায় জোরে গাড়ি চালানোর জন্য, তিন জনকে নিয়ে গাড়ি চালানোর অপরাধে ৬৫৪ জনকে আর প্রায় ১৩০০ জনকে গ্রেফতর করা হয়েছে হেলমেট না পরার জন্য। ৫০ জনকে সতর্কতামূলক আটক (preventive measure) আর অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ৮৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি একজনকে বেআইনি অস্ত্র মজুত রাখারজন্য এবং ছিনতাইয়ের অভিযোগে চার জন গ্রেফতার হয়েছে, বলে জানিয়েছেন ওই আধিকারিক। ওই আধিকারিক বলেছেন, ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ১৮টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। খোয়া যাওয়া ১৪টি মোবাইল উদ্ধার হয়েছে এবং ২৩৫ লিটার মদ আর আড়াই কেজি গাঁজাও বাজেয়াপ্ত হয়েছে। শহর ও শহরতলির একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে আড়াই কেজি শব্দবাজি আটক করেছে পুলিশ, বলে জানিয়েছেন ওই আধিকারিক। লালবাজার সূত্রে আরও জানা গেছে, বড়দিন থেকেই শহরে অতিরিক্ত ৫০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। নারী নিরাপত্তা সুনিশ্চিত করা ছিল মূল লক্ষ্য। এই নিরাপত্তা বলয় বুধবার রাতেও মোতায়েন থাকবে, জানিয়েছে লালবাজার।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)