জন আক্রোশ সমাবেশে ভাষণ দিচ্ছেন রাহুল গান্ধী।
নিউ দিল্লি: আগামী বছরের লোকসভা নির্বাচনের বিষয় সংক্রান্ত সমন্বয়, ম্যানিফেস্টো এবং প্রচারের জন্য কংগ্রেস আজ তিনটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করল। দলের সভাপতি রাহুল গান্ধী ন’জন সদস্যের ওই প্রধান কোর কমিটি তৈরি করেন। যেখানে রয়েছেন- এ কে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, পি চিদম্বরম, অশোক গেহলৌত, মল্লিকার্জুন খারগে, আহমেদ প্যাটেল, জয়রাম রমেশ, রণদীপ সূর্যেওয়ালা এবং কে সি বেণুগোপাল। ম্যানিফেস্টো কমিটিতে আছে মোট 19 জন সদস্য। যাঁরা আগামী লোকসভা নির্বাচনে দলের ম্যানিফেস্টোর পরিকল্পনা করবেন। এছাড়া, রাহুল গান্ধী আগামী নির্বাচনের প্রচারের জন্যও আরেকটি নতুন কমিটি গঠন করেছেন। যেখানে রয়েছেন দলের 19 জন সদস্য।
কমিটি গঠন করার কথা ঘোষণা করে দলের সাধারণ সম্পাদক অশোক গেহলৌত বলেন, কমিটির নীতি মেনেই আগামী লোকসভা নির্বাচনের জন্য দল ম্যানিফেস্টো তৈরি ও প্রচারের কাজে নামবে।