রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এমএস ধোনির (MS Dhoni) নেতৃত্বে চেন্নাইয়ের হয়ে খেলেছেন
হাইলাইটস
- এমএস ধোনির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন রবীন্দ্র জাডেজা
- সেই ছবির কমেন্টে তিনি একটি কবিতা লিখলেন
- এর আগে বিরাট কোহলির সঙ্গেও মজায় মেতেছিলেন তিনি
প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির একটি ছবি শেয়ার করেন রবীন্দ্র জাদেজা ইনস্টাগ্রামে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে এমএস ধোনির অধীনে খেলা জাডেজা ছবিটি বর্ণনা করার জন্য কয়েকটি শব্দ লিখেছিলেন এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ককে তার বড় ভাই আখ্যা দিয়েছেন। সেখানে তিনি লেখেন, "তুমহারি নজরো ম হমনে দেখা ... আজব সি চাহত ঝলক রহি হ্যায়।'' সেই ছবিতে দেখা যাচ্ছে দোনি জাডেজার ছবির দিকে তাকিয়ে রয়েছেন। যেখানে ভারতীয় এই অল-রাউন্ডার ১৮ রানে তিন উইকেট নিয়েছিলেন ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২০১৮-র আইপিএল-এ।
জাডেজা এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ফ্যানদের নজর কেড়ে নেয় এবং মন্তব্যে ভরে ওঠে সেই পোস্ট। সব বার্তাই প্রায় ছিল ধোনির জন্য।
এক ফ্যান লেখেন, ‘‘ক্রিকেটে একজনই রাজা রয়েছে মাহি।''
আর একজন লেখেন, ‘‘আমি এমএস ধোনিকে মিস করছি।''
‘‘সেরা অধিনায়ক ও উইকেটকিপার ধোনি, সেরা ফিল্ডার ও অল-রাউন্ডার জাডেজা,'' লেখেন আর এক ফ্যান।
লকডাউনে দারুণভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ জাডেজা। বুধবার জাডেজা বিরাট কোহলির সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি ডিআরএস নিয়ে তাঁদের মধ্যের মতো বিরোধের কথা মনে করিয়ে ভারত অধিনায়ককে ট্রোল করার চেষ্টা করেছিলেন।
জাডেজা লিখেছিলেন, ‘‘দেখো ভাই ম্যায়নে নেহি বোলা হ্যায় রিভিউ লেনে কো।''
জবাবে বিরাট কোহলি লেখেন, ‘‘তুঝে তো হামেশা আউট হি লাগতা হ্যায়, রিভিউ লেনেকে বাদ সব সংশয় হয় তোর।''
এর পর জাডেজা লেখেন, ‘‘আব ১৫ সেকেন্ডকে বাদ বাতাউঙ্গা।''