This Article is From Aug 31, 2018

স্যাটেলাইট ফোন নিয়ে ভ্রমণ, বিমানবন্দর থেকে গ্রেফতার এক ব্রিটিশ নাগরিক

ভারতীয় দণ্ডবিধিতে স্যাটেলাইট ফোন নিয়ে কোনও সাধারণ নাগরিকের চলাফেরা করা আইনত নিষিদ্ধ

স্যাটেলাইট ফোন নিয়ে ভ্রমণ, বিমানবন্দর থেকে গ্রেফতার এক ব্রিটিশ নাগরিক

ভারতীয় দণ্ডবিধিতে স্যাটেলাইট ফোন নিয়ে সাধারণ নাগরিকের চলাফেরা করা নিষিদ্ধ

কলকাতা:

ফের কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল এক বিদেশিকে। গতকাল তেত্রিশ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে তার লাগেজের মধ্যে অবৈধ স্যাটেলাইট ফোন নিয়ে চলাফেরার দায়ে প্রথমে আটক করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর কর্মীরা। আটক করার পর ওই ব্যক্তি বচসা শুরু করে বলেও অভিযোগ। গ্রেট ব্রিটেনের পাসপোর্ট নিয়ে চলাফেরা করা ওই ব্যক্তির নাম পি ম্যাথু। গতকাল দুপুরে বিমানবন্দরে তার ব্যাগ পরীক্ষা করার সময় ওই স্যাটেলাইট ফোনটির হদিশ পান সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীরা বলে জানান এক পদস্থ আধিকারিক। ওই ব্যক্তির নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লি হয়ে হংকং যাওয়ার কথা ছিল বলেও জানান ওই আধিকারিক।

গতকাল দুপুরে ওই ব্যক্তিকে আটক করার পর তাকে অবিলম্বে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় দণ্ডবিধিতে স্যাটেলাইট ফোন নিয়ে কোনও সাধারণ নাগরিকের চলাফেরা করা আইনত নিষিদ্ধ।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.