This Article is From Sep 03, 2018

জন্মাষ্টমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  জন্মাষ্টমীতে রাজ্যের মানুষদের উদ্দেশে তাঁর পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন।

জন্মাষ্টমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
কলকাতা:

গোটা রাজ্যেই সুষ্ঠুভাবে পালিত হল যে উৎসব, সেই জন্মাষ্টমী নিয়ে কিছু তথাকথিত প্রেম ও কিছু উল্লেখযোগ্য মালপোয়া প্রায় আপৎকালীন বন্ধুর মতোই এসে গিয়েছে কাছাকাছি। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ‘জন্মাষ্টমী’তে রাজ্যের মানুষদের উদ্দেশে তাঁর পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন। বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্মদিন পালিত হয় এই জন্মাষ্টমীর দিন। প্রতি বছর ঐতিহ্যগতভাবেই গোটাদেশ জুড়েই পালিত হয় এই উৎসব। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “প্রত্যেককে “জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা জানাই”। তাঁর টুইটের সঙ্গে কৃষ্ণের বাঁশি ও ময়ূরের পালক দেওয়া একটি ছবিও ছিল।

জন্মাষ্টমী উপলক্ষে কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদ একটি বিশেষ মিছিলের আয়োজন করে। এই হিন্দুত্ববাদী সংগঠনটির মুখপাত্র জানান, গোটা রাজ্যের দশটি বিভিন্ন স্থান থেকে এই সংগঠনের বিশেষ মিছিল বের করা হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে।  

.