This Article is From Jun 23, 2018

মমতার জন্য অধরাই রইল বেজিং, এই নিয়ে দ্বিতীয়বার

শেষ মুহূর্তে আচমকা চিন সফর বাতিল করে দিয়ে গোটা কূটনৈতিক মহলকেই হতভম্ব করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার জন্য অধরাই রইল বেজিং, এই নিয়ে দ্বিতীয়বার

এই নিয়ে দ্বিতীয়বার শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল মমতার চিন সফর।

কলকাতা: শেষ মুহূর্তে আচমকা চিন সফর বাতিল করে দিয়ে গোটা কূটনৈতিক মহলকেই হতভম্ব করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেজিং-এর বিমানে ওঠার কয়েক ঘন্টা আগেই কাউকে কিছু বুঝতে না দিয়ে সফর বাতিল করে দেন মমতা। তাঁর এই সিদ্ধান্তে ফলে এতটাই অবাক হয়েছে চিন, যে, তাদের কলকাতার কনসাল জেনারেল সংবাদমাধ্যমকে একটি নোট দিয়ে জানান, মুখ্যমন্ত্রী যে অজুহাতটি সফর বাতিল করার ক্ষেত্রে দিয়েছেন, তা একেবারেই ঠিক নয়।

কোনও লাভ নেই চিনে গিয়ে, টুইট করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু, বেজিং-এর ভারতীয় রাষ্ট্রদূতের কাছে সফরসূচীতে থাকা রাজনৈতিক বৈঠক হওয়া নিয়ে কোনও নিশ্চয়তার কথা যথাযথ পর্যায়ে ঠিকভাবে জানানো হয়নি, তাই সেখানে গিয়ে কোনও উপকার হবে না বলেই মনে করেছেন মমতা।

“গতকাল পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে, চিন রাজনৈতিক বৈঠকের ব্যাপারে আমাদের যথাযথ পর্যায়ে কোনও নিশ্চয়তা দিতে পারেনি। চিনের ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন এই কথা। এটা আমাদের রাষ্ট্রদূতকে এখন জানানো হচ্ছে যে রাজনৈতিক বৈঠকের ব্যাপারে কোনও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তাই ওই দেশে নিজের প্রতিনিধিদল নিয়ে গিয়ে আমার সফরের আর কোনও প্রয়োজনীয়তা দেখছি না”, বলেন মমতা।

এই নিয়ে বিদেশমন্ত্রক থেকে একটি শব্দও উচ্চারণ করা হয়নি এখনও পর্যন্ত। তারাই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন সফরে যাওয়ার জন্য অনুরোধ করে। এই নিয়ে অন্তত প্রকাশ্যে একটি কথাও বলেনি তারা।


 



 
.