এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছে আমূল। (সৌজন্য amul_india)
হাইলাইটস
- আমূল ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালো বিরুষ্কাকে
- বৃহস্পতিবার নবজাতকে আসছে সোশাল মাধ্যমকে অবগত করেন এই দম্পতি
- ২০১৭ সালে এই দম্পতি সাত পাকে বাঁধা পড়েন
মুম্বই: জানুয়ারি ২০২১-এ বিরুষ্কার ঘর আলো করে আসছে নবজাতক। সেই খবর সোশাল মাধ্যমে দিয়েছেন এই তারকা দম্পতি। এই সুখবরে এবার গা ভাসাল আমূল ইন্ডিয়া। "উইরুষ্কা" ব্যানারে একটা ছবি পোস্ট করে আমূল রেখেছে, "বাটার ফর বেটা অউর বেটি।" সকাল থেকেই ইনস্টাগ্রাম ট্রেন্ডিংয়ে একদম উপরে এই আটারলি-বাটারলি পোস্ট।
দেখুন সেই ছবি:
বৃহস্পতিবার এই সুখবর প্রকাশ্যে এনেছিলেন বিরুষ্কা। তারপর থেকেই অভিনন্দনের বন্যায় ভেসে গিয়েছেন এই তারকা দম্পতি। প্রীতি জিন্টা থেকে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কৃতী শ্যানন প্রত্যেকেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।
শেষবার ২০১৮ সালে জিরো ছবিতে দেখা গিয়েছে অনুষ্কা শর্মাকে। তারপর থেকে ছবি প্রযোজনায় মনোনিবেশ করেছিলেন এই অভিনেত্রী। তাঁর প্রযোজনা সংস্থার শেষ ছবি বুলবুল। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ছবি উচ্চপ্রশংসিত। এদিকে, করোনা আবহে সেই ফেব্রুয়ারি থেকে বন্ধ বিশ্বক্রীড়া। যার আঁচ থেকে বাদ যায়নি ক্রিকেটও। প্রায় সাত মাস ২২ গজ থেকে দূরে থাকা ক্রিকেট দুনিয়া ফের ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলে মাঠে নামছেন।