This Article is From Feb 11, 2019

অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক সাহায্য চেয়ে রাজধানী দিল্লিতে অনশনে চন্দ্রবাবু

আজ সকাল সাড়ে আটটা নাগাদ  অন্ধ্র ভবনে অনশন শুরু  করেন মুখ্যমন্ত্রী। অনশনের পাশাপাশি নিজের দাবি  প্রসঙ্গে রাষ্ট্রপতিকে স্মারক লিপিও দেবেন তিনি

একদিন আগে  অন্ধ্রপ্রদেশে গিয়ে টিডিপির সমালোচনায় সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

হাইলাইটস

  • দিল্লিতে অনশন শুরু করলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু
  • এক দিনের জন্য এই অনশন কর্মসূচি হাতে নিয়েছেন তিনি
  • একদিন আগে চন্দ্রবাবুকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নিউ দিল্লি:

অন্ধ্রপ্রদ্রেশের জন্য বিশেষ আর্থিক সাহায্য চেয়ে রাজধানী দিল্লিতে  অনশন  শুরু করলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।  এক দিনের জন্য এই অনশন কর্মসূচি হাতে  নিয়েছেন তিনি। এই  আর্থিক সাহায্য না  পাওয়াতেই এনডিএ ছাড়ে চন্দ্রবাবুর টিডিপি। তাঁর অনশনে  বসার একদিন আগেই অন্ধ্রপ্রদেশের সভা থেকে চন্দ্রবাবুকে  তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর এনডিএ ছাড়ার সময় টিডিপি জানায় আর্থিক সাহায্য না দিয়ে অন্ধ্রর সঙ্গে  অন্যায় করা  হয়েছে। শুধু তাই নয়  সরকার ছেড়ে বেরিয়ে  আসার পর বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবও আনে তারা।

আজ সকাল সাড়ে আটটা নাগাদ  অন্ধ্র ভবনে অনশন শুরু  করেন মুখ্যমন্ত্রী। অনশনের পাশাপাশি নিজের দাবি  প্রসঙ্গে রাষ্ট্রপতিকে স্মারক লিপিও দেবেন তিনি। তাঁর দলের সাংসদ থেকে  শুরু করে  বিধায়ক এবং  অন্ধ্রপ্রদেশের সরকারি কর্মীদের সংগঠনও থাকছে অনশনে। তাছাড়া ছাত্রদেরও অংশ গ্রহণ আছে। গত বছর এপ্রিল মাসেও বিজয়ওয়ারাতে  একদিনের জন্য  অনশনে বসেন তিনি। এর আগেও তাঁকে অনশন করতে  দেখা  গিয়েছে। বছর  পাঁচেক আগে অন্ধ্র ভেঙে তেলেঙ্গানা তৈরির  সময় দিল্লির অন্ধ্র ভবনে অনির্দিষ্টকালীন অনশনে বসেন  টিডিপি  প্রধান। পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে  অনুমান করে তাঁকে জোর করে রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে  যাওয়া হয়।

কাল থেকে শুরু মাধ্যমিক, পরীক্ষা চলাকালীন নিজেদের সঙ্গে মোবাইল রাখতে পারবেন না পরীক্ষকরাও

 ঠিক একদিন আগে  অন্ধ্রপ্রদেশে গিয়ে টিডিপির সমালোচনায় সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  বিজেপির সঙ্গে  চন্দ্রবাবু নায়ডুর দলের সম্পর্ক ছিন্ন হওয়ার পর এই  প্রথম অন্ধ্রপ্রদেশে আসেন মোদী। গুন্টুরের সভা থেকে  সরসরি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুকে আক্রমণ করে  মোদী বলেন, কথায় কথায় উনি (চন্দ্রবাবু)বলেন, উনি আমার থেকে  সিনিয়র। এটা ঠিক। অবস্থান বদলের ব্যাপারে  উনি আমার আগেই আছেন। সঙ্গী বদলে নেওয়ার ব্যাপারেও উনি আমার থেকে আগে। এভাবেই নিজের রাজনৈতিক গুরু এন টি রামা রাওয়ের সঙ্গে দূরত্ব তৈরি করেন। এর পাশাপাশি তাঁর অভিযোগ, চন্দ্রবাবুর দল সরকারি অর্থ খরচ করে  নিজেদের প্রচার করে। প্রধানমন্ত্রী আরও বলেন, চন্দ্রবাবু অন্ধ্র প্রদেশে নতুন  সূর্যোদয়ের কথা  বলেছিলেন। কিন্তু  তিনি এখন রাজ্যকে বঞ্চিত করে  নিজের ছেলের জীবনে নতুন সূর্যোদয়ের চেষ্টা করছেন।             

 

.