This Article is From Apr 10, 2019

গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানিতে গ্রেফতার ভারতীয় দম্পতি

প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন ২০১৫ সাল থেকে জার্মানিতে থাকা শিখ এবং কাশ্মীরিদের গতিবিধির উপর নজর রাখছিলেন

গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানিতে গ্রেফতার ভারতীয় দম্পতি

অভিযোগ প্রমাণ হলে জার্মানির আইন  অনুযায়ী   দশ বছর পর্যন্ত জেল হবে দুজনের।

বার্লিন, জার্মানি:

জার্মানিতে বসবাসকারী শিখ এবং কাশ্মীরিদের উপর গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় দম্পতিকে গ্রেফতার করা হল। মনমোহন এস এবং কনৌওয়াল জিৎ কে নামে দু'জনকে গ্রেফতার করার কথা জানায় জার্মান প্রশাসন। তাদের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন মনমোহন। তিনি প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন ২০১৫ সাল থেকে জার্মানিতে থাকা শিখ এবং কাশ্মীরিদের গতিবিধির উপর নজর রাখছিলেন। কাশ্মীরের আন্দোলন সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিলেন। শুধু তাই নয় র- এর এক আধিকারকিকের কাছে এই সমস্ত খবর পৌঁছে দেওয়ার কাজও করতেন এই দুজন।

বিবৃতিতে আরও বলা হয়েছে স্ত্রীকে সঙ্গে নিয়ে মনমোহন ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে কয়েকবার র-এর ওই আধিকারিকের সঙ্গে দেখা করেছেন।এই কাজের জন্য ৭২ হাজার ইউরোও পেয়েছেন দম্পতি।অভিযোগ প্রমাণ হলে জার্মানির আইন অনুযায়ী দশ বছর পর্যন্ত জেল হবে দুজনের। মার্চ মাসের শেষ দিকেই তাঁদের গ্রেফতার করা হয়। তবে মঙ্গলবাররে আগে এ ব্যাপারে সরকারিভাবে কোনও তথ্য দেওয়া হয়নি জার্মান প্রশাসনের তরফে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.