This Article is From Apr 28, 2019

ভোটের আগেই অনুব্রতকে নজরবন্দি করল কমিশন

সোমবার বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রে ভোট। তার আগেই অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিল কমিশন।

ভোটের আগেই অনুব্রতকে নজরবন্দি করল কমিশন
কলকাতা:

বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করল নির্বাচন কমিশন। সোমবার বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রে ভোট। তার আগেই অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিল কমিশন। তৃণমূলের এই বিতর্কিত নেতা একাধিক সময় আপত্তিকর মন্তব্য করেছেন বলে দাবি বিরোধীদের। অনুব্রত মণ্ডলের নামে এর আগেও একাধিকবার কমিশনে অভিযোগ জমা পড়েছে। গত বিধানসভা নির্বাচনের সময় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অতুল্য ঘোষের স্মৃতি বিজড়িত আসানসোলের দখল থাকবে কার হাতে?

অনুব্রত মণ্ডল প্রথম সংবাদ শিরোনামে আসেন ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময়। তখন একটি জনসভা থেকে তাকে বলতে শোনা যায়, "পুলিশকে বোমা মারুন"। এই মন্তব্যের পর প্রবল বিতর্ক হয়। এরপর গত বিধানসভা নির্বাচনে তিনি চরম ঢাক বাজানোর কথা বলেন, তখন অনেকেরই মনে হয়েছিল অনুব্রত আসলে বিরোধী দলের নেতাকর্মীদের আক্রমণ করতে চাইছেন। শুধু এই নয়, বিভিন্ন সময়ে তিনি একাধিক মন্তব্য করেছেন যা নিয়ে বিতর্ক হয়েছে। এবার লোকসভা নির্বাচনের আগেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে সেই অনুব্রত। আর তাই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলো নির্বাচন কমিশন।

অনুব্রতর মন্তব্য বরাবরই বিস্ফোরক। এবারও সেক্ষেত্রে অন্যথা হয়নি। এবারও তার মন্তব্যকে ঘিরেই ক্ষোভ প্রকাশ করেছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশনের কাছে দাবি করা হয়েছিল নজরবন্দি করা হোক অনুব্রতকে। নির্বাচন কমিশনও এবার ভোটে নজরবন্দি করল অনুব্রতকে। এমনকী মোবাইল ব্যবহারেও আনল নিষেধাজ্ঞা।

মমতার জন্যই রাজ্যে নাশকতার হুমকি দিচ্ছে আইএস দাবি এই বিজেপি নেতার

প্রতিবার ভোটের দিন সকাল থেকেই দলীয় কার্যালয়ে বসেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। সেখান থেকেই ফোনে অন্য নেতাদের নির্দেশ দেন। ভোট চলাকালীন সারাদিন সেখানেই থাকেন তিনি। গত বিধানসভা ভোটেও নজরবন্দি ছিলেন অনুব্রত। কিন্তু ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল না। তাই বাড়ি বসেই ভোট পরিচালনা করেছিলেন। সেই বার সফল হয়নি কমিশনের উদ্দেশ্য।

গতবারের মতো একই ভুল এবার করতে চায়নি কমিশন। বীরভুমে ভোট শুরু হওয়ার বারো ঘন্টা আগে অনুব্রতকে নজরবন্দি করার কথা তারা ঘোষণা করল। মোবাইল ব্যবহারেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। নির্বাচন কমিশনের কড়া নজরদারি চলবে তার ওপর। নির্বাচন কমিশন ঘোষণা করার পাশাপাশি তার বাড়ির সামনে আজ সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.