This Article is From Jan 28, 2020

যোগী আদিত্যনাথ রাস্তা পেরোবেন, রাস্তা পরিষ্কার রাখতে গরু ধরার নির্দেশ ইঞ্জিনিয়ারদের

বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Chief Minister Yogi Adityanath) পূর্ব উত্তরপ্রদেশের মির্জাপুর জেলা সফরে যাবেন। আর সেই সময় রাস্তায় যদি একটাও গরুকে ঘুরে বেড়াতে দেখা যায় তাহলে, খপাৎ করে সেই সব গরুদের ধরে (stray cattle catchers) ফেলতে হবে PWD বা -Public Works Department-এর  জুনিয়র ইঞ্জিনিয়ারদের!

যোগী আদিত্যনাথ রাস্তা পেরোবেন, রাস্তা পরিষ্কার রাখতে গরু ধরার নির্দেশ ইঞ্জিনিয়ারদের

PWD-র আটজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে গবাদি পশু ধরার দায়িত্ব অর্পণ করা হয়েছিল।

মির্জাপুর:

ইঞ্জিনিয়াদের কাজ কী? আট থেকে আশি সকলেই রাস্তা থেকে বাড়ি, সেতু, উড়ালপুল নির্মাণ এসবই বলবেন। কেউ কেউ আবার সফটওয়্যারের কথাও বলতে পারেন। কিন্তু এক্কেবারে তাক লাগিয়ে ইঞ্জিনিয়ারদের দিয়ে নতুন কাজ করাতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh government)। বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Chief Minister Yogi Adityanath) পূর্ব উত্তরপ্রদেশের মির্জাপুর জেলা সফরে যাবেন। আর সেই সময় রাস্তায় যদি একটাও গরুকে ঘুরে বেড়াতে দেখা যায় তাহলে, খপাৎ করে সেই সব গরুদের ধরে (stray cattle catchers) ফেলতে হবে PWD বা -Public Works Department-এর  জুনিয়র ইঞ্জিনিয়ারদের! এক দিনের জন্য গরুধরার এমন বিতর্কিত আদেশ অবশ্য তড়িঘড়ি প্রত্যাহার করেছে উত্তরপ্রদেশ সরকার। মির্জাপুর (Mirzapur) জেলা প্রশাসন বলছে কেন ইঞ্জিনিয়ারদের হাতে এই ধরনের কাজ দেওয়ার আদেশ প্রথমে দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখা হবে।

জেলের মধ্যে যৌন নিগ্রহের শিকার নির্ভয়া কাণ্ডের আসামি, অভিযোগ আইনজীবীর

“৮ থেকে ১০ টা দড়ি এবং আপনার অধীনস্থদের দল নিয়ে দাঁড়ান। আপনি যদি রাস্তায় কোনও গরু দেখতে পান তবে দড়ি দিয়ে বেঁধে রাখুন এবং সেভাবেই রাখুন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে নির্বিঘ্নে যেতে দিন,” কার্যনির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক পৃষ্ঠার সরকারি আদেশে এমনই নির্দেশ। সোমবার এই আদেশ জারি করা হয়। আদেশে, PWD-র আটজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে গবাদি পশু ধরার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। সাধারণত, পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা রাস্তা এবং সেতুর নকশা, নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কাজই করে থাকেন, গরু ধরার কাজের কথা চাকরি পাওয়ার সময় অবশ্য বলা হয়নি তাঁদের।

যোগী আদিত্যনাথ বুধবার পূর্ব উত্তরপদেশের এই জেলা সফরে যাবেন। উত্তরপ্রদেশ সরকারের গঙ্গাযাত্রা এই জেলাজুড়ে চলছে। এই যাত্রায় গঙ্গা নদীকে পরিষ্কার রাখার বিষয়ে কাজ চলছে।

‘‘থাকলেও ঠিক আছে, না থাকলেও ঠিক আছে'': প্রশান্ত কিশোরকে বিঁধে নীতীশ কুমার

“আমরা ইতিমধ্যেই রাস্তায় থাকা গবাদি পশুর বিষয়ে কাজ করছি। এটি একটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছিল। আদেশ প্রত্যাহার করা হয়েছে,” সাংবাদিকদের বলেন মির্জাপুরের জেলা ম্যাজিস্ট্রেট সুশীল কুমার প্যাটেল।

কিন্তু সরকার এই আদেশ প্রত্যাহারের ঠিক কয়েক ঘণ্টা আগে, পিডব্লুডি বিভাগ যে আদেশ জারি করেছিল তাতে ইঞ্জিনিয়ারদের গবাদি পশুর ধরার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া ছিল। “আমরা সুরক্ষার কারণে এই আদেশ দিয়েছি। যে কেউ গরু ধরতে পারেন। গরুর গলায় কেবল একটি দড়ি বেঁধে রাখতে হবে। এই মানুষজনের অনেকেই গ্রাম থেকে এসেছেন যেখানে তারা এই সমস্ত কাজ করেই থাকেন। তারা গরু ধরতে জানেন,” স্থানীয় সাংবাদিকদের বলতে শোনা যায় কার্যনির্বাহী প্রকৌশলীকে। তিনিই এই আদেশটি দিয়েছিলেন।

যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে গবাদি পশু বিক্রয় ও পরিবহণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের কারণে রাজ্যের পথে থাকা গরুগুলির তীব্র সমস্যা দেখা দিয়েছিল। গ্রামে গ্রামে এই ধরণের গবাদি পশুদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরিতে সরকার কোটি কোটি টাকা ব্যয় করেছে। তবে মিশ্র সাফল্য মিলেছে। এমনকি রাস্তার গবাদি পশুদের দত্তক গ্রহণের জন্যও একটি পরিকল্পনা রয়েছে। তবে গবাদি পশু ধরার জন্য ইঞ্জিনিয়ারদের আদেশ দেওয়ার ঘটনা এই প্রথম।

.