This Article is From Aug 02, 2019

কাশ্মীর নিয়ে কেবল পাকিস্তানের সঙ্গেই আলোচনা: ট্রাম্পের প্রস্তাবের জবাবে ভারত

ভারত আমেরিকাকে জানিয়ে দিল, কাশ্মীর নিয়ে কোনও আলোচনা করতে হল সেটা পাকিস্তানের সঙ্গেই করা হবে এবং দ্বিপাক্ষিক স্তরেই সেই আলোচনা হবে।

কাশ্মীর নিয়ে কেবল পাকিস্তানের সঙ্গেই আলোচনা: ট্রাম্পের প্রস্তাবের জবাবে ভারত

থাইল্যান্ডে মাইক পম্পেওর সঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর

নয়াদিল্লি:

আবারও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কাশ্মীরে (Kashmir) মধ্যস্থতাকারী হতে চাইলেন। জানিয়ে দিলেন, ‘‘নিশ্চয়ই মধ্যস্থতা করব, যদি ওরা চায়।'' কিন্তু ভারত আমেরিকাকে জানিয়ে দিল, কাশ্মীর নিয়ে কোনও আলোচনা করতে হল সেটা পাকিস্তানের সঙ্গেই করা হবে এবং দ্বিপাক্ষিক স্তরেই সেই আলোচনা হবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার টুইট করে জানান তিনি মার্কিন সচিব মাইক পম্পেওকে কী জানিয়েছেন এবিষয়ে। তিনি লেখেন, ‘‘মার্কিন প্রতিনিধি মাইক পম্পেওকে আজ সকালে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, কাশ্মীরের বিষয়ে আলোচনা করতে চাইলে, যদি সেটাই সিদ্ধান্ত হয়, তাহলেও তা একমাত্র পাকিস্তানের সহ্গে হবে এবং একমাত্র দ্বিপাক্ষিক স্তরেই। ''

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ট্রাম্প বলেছিলেন, এটা ভারত ও পাকিস্তানের উপরেই নির্ভর করছে তারা কীভাবে কাশ্মীর সমস্যার সমাধান করবে। কিন্তু তিনি সাহায্য করতে প্রস্তুত।

সংবাদ সংস্থা পিটিআইকে এক নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন দফতরের আধিকারিক জানিয়েছেন, ট্রাম্প তাঁর তরফ থেকে সাহায্যের প্রস্তাব দেন কাশ্মীর সমস্যা সমাধানে, কেননা আমেরিকা চায় পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি হোক।

ইমরান খান আমেরিকায় গেলে সেই সময় ট্রাম্প চমকপ্রদ দাবি করেন। তিনি তাঁর ওভালের অফিস থেকে জানান, ‘‘দু'সপ্তাহ আগে আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলাম। এবং আমরা কথা বলছিলাম এই বিষয়ে। তিনি আমাকে বলেন, আপনি মধ্যস্থতাকারী হতে চান নাকি সালিশী করতে চান?'' এবং আমি বলি, কোথায়? তিনি বলেন, কাশ্মীর। কেননা এটা বহু বহু বছর ধরে চলেই আসছে।''

এরপর সংসদে সরকারের উপরে চাপ সৃষ্টি করা হয়। বিরোধীরা দাবি করেন, মোদিকে এর ব্যাখ্যা দিতে হবে।

জয়শঙ্কর সংসদের উভয় কক্ষেই জানান, ‘‘আমি সুনিশ্চিতভাবে বলতে চাই, এমন কোনও অনুরোধ প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতির কাছে করেননি। আমি আবারও বলছি, এমন কোনও অনুরোধ প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতির কাছে করেননি।''

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘‘আমরা ভারতের আত্ম-মর্যাদার সঙ্গে আপস করি না।''

.