This Article is From Jun 30, 2018

সুষমা স্বরাজের পাসপোর্ট অ্যাপ রেজিস্টার দুই দিনে 1 মিলিয়ন ডাউনলোড হলো

যার মাধ্যমে সাধারণ মানুষ যেকোনো জায়গায় থেকে পাসপোর্টের ডকুমেন্ট নথিভুক্ত করতে পারবে

সুষমা স্বরাজের পাসপোর্ট অ্যাপ রেজিস্টার দুই দিনে 1 মিলিয়ন ডাউনলোড হলো

সুষমা স্বরাজ মঙ্গলবার এই অ্যাপটির শুভ সূচনা করেন

নিউ দিল্লি:

ভারতের পাসপোর্ট পরিষেবায় এক নতুন নবজাগরণ। ভারতের স্বরাষ্ট্র দপ্তর দুই দিন আগেই পাসপোর্ট সেবা নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলো যার মাধ্যমে সাধারণ মানুষ যেকোনো জায়গায় থেকে পাসপোর্টের ডকুমেন্ট নথিভুক্ত করতে পারবে। আর 26শে জুন এই অ্যাপটি আসার পর থেকে ইতিমধ্যে 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে। যেটা এক কথায় অভাবনীয়।

 

স্বরাষ্ট্র দপ্তর থেকে এই নতুন পরিকল্পনা এখন সাধারণ মানুষের যথেষ্ট উপকার করছে। কারণ এখন আপনি নিজের বাড়ি থেকে দূরে থাকলেও এই অ্যাপটির মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন এবং ইন্টারভিউ দিন ঠিক করতে পারবেন। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি এই কাজ গুলো করতে পারবেন। আর সেটার জন্য আপনাকে কোনো আলাদা করে পেপার কিংবা প্রিন্টার লাগবে না। 

 

সুষমা স্বরাজ আজ নিজে টুইট করে এই সংবাদটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

 

দুই দিনে এই অ্যাপটির জনপ্রিয়তা দেখে বোঝা যাচ্ছে আগামীদিনে এর বিস্তার আরো বাড়বেই।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.