বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, সারা বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় ৫০০ টি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারীরা এবার ভারতের যে কোনও বিশ্ববিদ্যালয়ে সরাসরি সহকারী অধ্যাপক পদে যোগ দিতে পারবেন।
নতুন নিয়োগের নিয়মানুসারে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বাছাই করবে চারটি বিখ্যাত র্যাঙ্কিং সংস্থা- কোয়াকোয়ারেলি সাইমন্ডস, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং, আকাদেমিক র্যাঙ্কিং, সাংহাই জিয়াওটং বিশ্ববিদ্যালয়।
ওয়ান এবং টু-এর পড়ুয়াদের হোমওয়ার্ক দিতে পারবে না স্কুল, জানিয়ে দিল শিক্ষামন্ত্রক
সরাসরি বিদেশি পিএইচডি ডিগ্রিধারী দের নিয়োগ হবে কলা বিভাগে, বাণিজ্য বিভাগে, হিউম্যানিটিজ, শিক্ষা, আইন, সোশ্যাল সায়েন্স, লাইব্রেরি সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, জার্নালিজম ও মাস কমিউনিকেশনে। ইউজিসির এক কর্মকর্তা জানিয়েছেন, এর মাধ্যমে ভারতীয় পড়ুয়ারা বিশ্বের প্রতিভাদের আরও কাছ থেকে জানার ও তাঁদের থেকে শেখার সুযোগ পাবে।
শিক্ষার আরও খবর পড়ুন এখানে
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)