This Article is From Sep 16, 2019

প্রাক্তন স্পিকারের আত্মহত্যা, শোকপ্রকাশ বিজেপির

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) প্রাক্তন স্পিকার (Speaker) কোডেলা শিবা প্রসাদ রাও তাঁর হায়দরাবাদের বাসভবনে আত্মহত্যা (Suicide) করেছেন।

প্রাক্তন স্পিকারের আত্মহত্যা, শোকপ্রকাশ বিজেপির

রাজ্যের বিরোধী দল তেলুগু দেশমের অন্যতম বর্ষীয়ান নেতা ছিলেন তিনি।

হাইলাইটস

  • আত্মহত্যা করলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন স্পিকার কোডেলা শিবা প্রসাদ রাও
  • তাঁর বয়স হয়েছিল ৭২
  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন
হায়দরাবাদ:

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিধানসভার প্রাক্তন স্পিকার (Speaker) কোডেলা শিবা প্রসাদ রাও তাঁর হায়দরাবাদের বাসভবনে আত্মহত্যা (Suicide) করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭২। রাজ্যের বিরোধী দল তেলুগু দেশমের অন্যতম বর্ষীয়ান নেতা ছিলেন তিনি। তাঁকে বাসবাতারকম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, অভিনেতা-রাজনীতিবিদ বালকৃষ্ণর সঙ্গে এই হাসপাতাল তিনি তৈরি করেন। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা তৈরি হলে রাও স্পিকার হন। তিনি ছ'বারের বিধায়ক ছিলেন। এর মধ্যে নারসারাওপেট থেকে পাঁচবার এবং সাত্তেন‌াপল্লি থেকে একবার। ১৯৮৩ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন তিনি। প্রবীণ নেতা রেখে গেলেন দুই পুত্র ও এক কন্যাকে।

আদালতে হাজির করা হল চিন্মায়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা ছাত্রীকে

কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রাও। গুন্টুর মেডিক্যাল কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি চিকিৎক হন।

"কোনও ৫৬ ইঞ্চি তোমাকে আটকাতে পারবে না" পি চিদাম্বরমকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কার্তি

বিজেপির মুখ্য মুখপাত্র কে কৃষ্ণ সাগর রাও একটি বিবৃতিতে জানান, ‘‘প্রাক্তন মন্ত্রী, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন স্পিকার শ্রী কোডেলা শিভা প্রসাদ রাও আত্মহত্যা করেছেন জেনে অত্যন্ত দুঃখ পেয়েছি। বর্ষীয়ান রাজনীতিবিদের দুর্ভাগ্যজনক প্রয়াণ সংবাদে আমি সহৃদয় সান্ত্বনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।''

.