This Article is From Oct 29, 2018

দুর্নীতি : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালিদা জিয়ার সাত বছরের জেল

দুর্নীতির অভিযোগ  প্রমাণিত আরও সাত বছরের  সাজা হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা  বিরোধী নেত্রী খালেদা জিয়ার।

দুর্নীতি : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালিদা জিয়ার সাত বছরের জেল

অনাথ আশ্রমের টাকা  আত্মসাতের  মামলায় গত বেশ কয়েক মাস ধরে জেলেই আছেন খালেদা ।   

হাইলাইটস

  • আরও সাত বছরের সাজা হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের একটি আদালত সোমবার এই সাজা ঘোষণা করে
  • সাজা ঘোষণার পর খালেদার অনুগামীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ
ঢাকা:

দুর্নীতির অভিযোগ  প্রমাণিত আরও সাত বছরের  সাজা হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা  বিরোধী নেত্রী খালেদা জিয়ার।

বাংলাদেশের একটি আদালত সোমবার এই সাজা ঘোষণা করে। খালেদার  সমর্থকরা  অবশ্য  মনে করছেন এর নেপথ্যে চক্রান্ত আছে।

দানের টাকা খরচ সংক্রান্ত অসঙ্গতির জন্যই সাজা  হল খালেদার।  অনাথ আশ্রমের টাকা  আত্মসাতের  মামলায় গত বেশ কয়েক মাস ধরে জেলেই আছেন খালেদা ।       

 এই সাজা ঘোষণার পর খালেদার অনুগামীদের সঙ্গে  সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। আদালতের রায়ের বিরুদ্ধে  বিক্ষোভ দেখাতে থাকেন বিএনপি কর্মীরা।

এই রায়ের পর আরও বেশিদিন জেলে থাকতে  হবে খালেদাকে। মানে বানলাদেশে প্রধানমন্ত্রী সেখ  হাসিনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতেও সমস্যা  হবে।             

সরকারি ভাবে প্রতিক্রিয়া না দিলেও বিএনপি বিষয়টিকে  রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে।

.খালেদার রাজনৈতিক জীবন শুরু আটের দশকে। তাঁর  বিরুদ্ধে  দুর্নীতি থেকে  শুরু একাধিক মামলা  রয়েছে। এদিন রায়  ঘোষণার সময় আদালতে  উপস্থিত ছিলেন না খালেদা। হাসপাতালে  তাঁর চিকিৎসা  চলছে।

    

 

.