Read in English
This Article is From Jul 03, 2018

কলকাতার মধুচক্র থেকে পুলিশের হাতে ধরা পড়ে দল থেকে বহিষ্কৃত হলেন প্রাক্তন বিজেডি বিধায়ক

গত শনিবার সন্ধেবেলায় পার্ক স্ট্রিটের একটি স্পা থেকে নবীন নন্দ সহ মোট 18 জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, ওই স্পা’তে মধুচক্র চলছিল।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

নবীন নন্দ জানিয়েছেন এই গ্রেফতারির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তিনি।

ভুবনেশ্বর:

বিজেডি সভাপতি তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক কলকাতাতে অত্যন্ত ‘নিন্দনীয়’ একটি ঘটনার সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার কারণে দলের প্রাক্তন বিধায়ক নবীন নন্দকে দল থেকে বহিষ্কার করে দিলেন।

গত শনিবার সন্ধেবেলায় পার্ক স্ট্রিটের একটি স্পা থেকে নবীন নন্দ সহ মোট 18 জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, ওই স্পা’তে মধুচক্র চলছিল।

ধৃতদের মধ্যে ন’জন যৌনকর্মী, তিনজন খদ্দের এবং ওই মধুচক্রের ম্যানেজারও রয়েছে। জানিয়েছেন এক পুলিশ অফিসার।

“প্রত্যেককেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এবং বেনিয়াপুকুর থানা থেকে এই বিষয়ে তদন্ত চালানো হচ্ছে”, বলেন ওই অফিসার।

পুলিশের হাতে ধরা পড়ার কথা স্বীকার করেছেন ঢেঙ্কানলের প্রাক্তন বিধায়ক নবীন নন্দ। তার সঙ্গে তিনি বলেছেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এটা”।

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement