বৃহস্পতিবার অবসর নেন কুরিয়ান জোসেফ
নিউ দিল্লি: চলতি বছরের শুরুতেই সুপ্রিম কোর্টের যে চারজন বিচারপতি চলে এসেছিলেন মিডিয়ার সামনে, তাদের মধ্যে একজন বিচারপতি কুরিয়ান জোসেফ আজ এনডিটিভিকে বললেন যে, তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র বহিরাগত 'প্রভাব'-এর দ্বারা উদ্বুদ্ধ ছিলেন। তিনি বলেন, দীপক মিশ্রর এই ভাবমূর্তি নিয়ে গণতন্ত্র এবং বিচারব্যবস্থার কাঠামোর ওপরেই প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে। "আমরা জানি প্রধান বিচারপতি নিজের থেকে কোনও সিদ্ধান্ত নেননি। আমাদের মনে হয়েছে তাঁর সিদ্ধান্তের নেপথ্যে বাইরের কোন অনুপ্রেরণা ছিল", গত সপ্তাহে শীর্ষ আদালত থেকে অবসর নেওয়া কুরিয়ান জোসেফ এই কথা বলেন এনডিটিভিকে।
তিনি আরও বলেন, "এটা একজন বা দুজনের সিদ্ধান্তের প্রশ্ন নয়। কিন্তু আমরা সমাধানটা সেভাবেই খুঁজি যেভাবে পুরো প্রক্রিয়াটা চলে"।
চলতি বছরের জানুয়ারি মাসে বিচারপতি কুরিয়ান জোসেফের সঙ্গে সুপ্রিম কোর্টের আরও তিন বিচারপতি জ চেলামেশ্বর, রঞ্জন গগৈ এবং মদন লোকুর সংবাদমাধ্যমের সামনে এসে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন আদালতের কাজ নিয়ে।