This Article is From Jul 24, 2019

মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রাজ্যে রাজনৈতিক হত্যা, “হতবাক” সুষমা স্বরাজ

বাম জমানায় সন্ত্রাসের যে অভিযোগ উঠেছিল, সেকথা মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে তাঁকে বলেছিলেন, সেকথা এদিন তুলে ধরেন সুষমা স্বরাজ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রাজ্যে রাজনৈতিক হত্যা, “হতবাক” সুষমা স্বরাজ

সুষমা স্বরাজ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একজন রাজনৈতিক হিংসার শিকার।(ফাইল)

নয়াদিল্লি:

রাজ্যে রাজনৈতিক হিংসা নিয়ে “বিস্ময়” প্রকাশ করলেন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। বুধবার প্রাক্তন বিদেশমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যেখানে “রাজনৈতিক হিংসার শিকার”, সেখানে তাঁর জমানায় পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার ঘটনায় তিনি “হতবাক”। একটি অনুষ্ঠানে রাজনৈতিক হিংসায় আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলছিলেন সুষমা স্বরাজ, সেখানেই একথা বলেন প্রাক্তন বিদেশমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “ক্ষমতা লাভ করার জন্য, এতটা নিষ্ঠুর কী করে কেউ হতে পারে, যে অন্যের জীব কেড়ে নিতে পারে?এটা অবিশ্বাস্য। এটা তাঁদের (যাঁদের মৃত্যু হয়েছে) দোষ নয়। আদর্শেই জন্য তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন”।

বাম জমানায় সন্ত্রাসের যে অভিযোগ উঠেছিল, সেকথা মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে তাঁকে বলেছিলেন, সেকথা এদিন তুলে ধরেন সুষমা স্বরাজ। তিনি বলেন, “তিনি নিজেই রাজনৈতিক হিংসার একজন শিকার...সময়ের কীভাবে পরিবর্তন হয়। আমি সত্যই অবাক”।

.