This Article is From Dec 11, 2018

কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তার

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং এ রাজ্যে  কংগ্রেসের পর্যবেক্ষক গৌরব গগৈয়ের উপস্থিতিতে  সোমবার দল বদল করলেন সাত্তার

কংগ্রেসে যোগ  দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তার

তিনি জানান আমি বুঝতে পেরেছি একমাত্র কংগ্রেসই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে পারবে।

কলকাতা:

কংগ্রেসে যোগ  দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তার।  বামফ্রন্ট সরকারের সংখ্যালঘু  উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন  সাত্তার। দলের সঙ্গে  তাঁর  দূরত্ব  বাড়ার খবর মিলেছিল আগেই। শেষমেশ দীর্ঘ দিনের দল সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ   দিলেন তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং এ রাজ্যে  কংগ্রেসের পর্যবেক্ষক গৌরব গগৈয়ের উপস্থিতিতে  সোমবার দল বদল করলেন সাত্তার। সাংবাদিকদের তিনি জানান আমি বুঝতে পেরেছি একমাত্র কংগ্রেসই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে  লড়তে  পারবে।

সেমিফাইনালই বলে দিচ্ছে ফাইনালে বিজেপির কী হবে? দাবি মমতার

আর সেই কারণেই দল  ছেড়ে  কংগ্রেসে যোগ  দিয়েছেন বলে জানালেন প্রাক্তন মন্ত্রী। তাঁর আগে বাম আমলে কয়েক দশকের মন্ত্রী  রেজ্জাক মোল্লাও দল  বদল করেন। তবে তিনি তৃণমূলের টিকিটে বিধায়ক  হয়ে এখন আবারও রাজ্যের মন্ত্রী হয়েছে রেজ্জাক।               



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.