শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চ্যাটার্জি
কলকাতা: আজ সকালে বেলভিউ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল 89 বছর। শারীরিক অবস্থার অবনতির জন্য গত 8 ই অগস্ট তাঁকে বেলভিউতে ভর্তি করা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। রবিবার সন্ধ্যা থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত দুই মাস ধরে তিনি পাঞ্জা লড়ছিলেন মৃত্যুর সঙ্গে। চিকিৎসা বিভাগের তরফ থেকে জানানো হয়েছিল যে, তাঁর ডায়ালিসিস চলছিল। এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। সারা দেশের বিভিন্ন প্রান্তের নেতারা শোকবার্তা জ্ঞাপন করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাড়িতে ঢুকতে দিলেন না বিমান বসুকে।
বিমান বসুকে দেখে ক্ষোভে ফেটে পড়লেন সোমনাথ চট্টোপাধ্যায়ের ছেলে।
সোমনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন সিপিএম নেতারা।
ডিএমকের টি আর বালু এসে পৌঁছেছেন
রাজা বসন্ত রায় রোডে সোমনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
বিবৃতির কোথাও উল্লেখ করা হয়নি যে, তিনি সিপিএমের সাংসদ ছিলেন।
সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুর প্রায়
পাঁচঘন্টা বাদে বিবৃতি দিল সিপিএমের পলিটিব্যুরো।
তাঁর মৃত্যুতে এক মহীরুহকে হারালাম আমারঃ কিরণময় নন্দ।
শেষজীবন পর্যন্ত বামপন্থী ছিলেন উনি- কান্তি গঙ্গোপাধ্যায়
তাঁর গোটা শরীর মোহনবাগানের পতাকা দিয়ে ঢাকা।
তাঁর বাসভবনের সামনে শায়িত রয়েছে সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহ। শ্রদ্ধা জানাচ্ছেন অজস্র সাধারণ মানুষ।
তাঁর বাসভবনের সামনে শায়িত রয়েছে সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহ। শ্রদ্ধা জানাচ্ছেন অজস্র সাধারণ মানুষ।
তাঁর বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন লোকসভার বর্তমান স্পিকার সুমিত্রা মহাজন।
সোমনাথ চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ করলেন হামিদ আনসারি।
সন্ধে ছ'টা পর্যন্ত সেখানে রাখা থাকবে দেহ।
রাজা বসন্ত রায় রোডের বাড়ির পথে সোমনাথ চট্টোপাধ্যায়ের শববাহী শকট।
শ্রদ্ধাজ্ঞাপন করছেন স্পিকার, মন্ত্রী, বিধায়করা।
রাজ্য বিধানসভায় গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানানো হল লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে।
বিধানসভায় গান স্যালুট দেওয়া হচ্ছে সোমনাথ চট্টোপাধ্যায়কে।
দলমত নির্বিশেষে সব দলের নেতারা শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহে।
রাজ্য বিধানসভায় এসে পৌঁছাল সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহ।
রাজ্য বিধানসভায় সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহ রাখা থাকবে একঘন্টা।
রাজ্য বিধানসভা থেকে কলকাতা হাইকোর্টে পায়ে হেঁটে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রস্তুতি চলছে রাজ্য বিধানসভায়। বিধানসভার প্রস্তুতি নিজে এসে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইকোর্টে শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহের উদ্দেশে।
হাইকোর্টে এসে পৌঁছাল সোমনাথ চট্টোপাধ্যায়ের নিথর দেহ।
শহরের রাজপথ দিয়ে এগিয়ে চলেছে সোমনাথ চট্টোপাধ্যায়ের শববাহী শকট।
রাষ্ট্রপতি কোবিন্দ লোকসভার প্রাক্তন স্পিকারের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন। তিনি জানিয়েছেন যে এই বর্ষীয়ান নেতার মৃত্যু সংবাদে তিনি খুবই আহত। বঙ্গ সহ সারা ভারত একজন সংবেদনশীল সেবককে হারিয়েছে ।তাঁর পরিবার ও অগণিত অনুরাগীর জন্য আমরা খুবই কষ্ট হচ্ছে।
বেলভিউ নার্সিংহোম থেকে বের করা হল তাঁর মরদেহ।
সোমনাথ চ্যাটার্জির মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন নবীন পটনায়ক, তিনি টুইট করে শোক বার্তা জ্ঞাপন করেছেন
বাসভবন থেকে দেহ পৌঁছে দেওয়া হবে এসএসকেএম হাসপাতালে। তিনি দেহদান করে গিয়েছিলেন।
মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি সোমনাথ চ্যাটার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, তিনি টুইট করে তাঁর শোকবার্তা জ্ঞাপন করেন
সোমনাথ চ্যাটার্জির মৃত্যুতে বসুন্ধরা রাজে গভীর শোক ব্যক্ত করেছেন, তিনি টুইট করে তাঁর শেষ শ্রদ্ধা অর্পণ করেছেন
রাজনীতির শিক্ষা পেয়েছি আমরা তাঁর কাছ থেকেঃ মহম্মদ সেলিম
শেষশ্রদ্ধা জানাতে শহরে আসছেন লোকসভার বর্তমান স্পিকার সুমিত্রা মহাজন।
শেষশ্রদ্ধা জানাতে শহরে আসছেন লোকসভার বর্তমান স্পিকার সুমিত্রা মহাজন।
রাজনীতির সংকীর্ণ চোরাগলিতে বিচরণ করেননি তিনি। একজন বিরল ব্যক্তিত্ব এবং আমাদের কাছে যিনি পিতৃসম। তাঁর মৃত্যুতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল- অধীর চৌধুরী।
তাঁর মৃত্যুতে দলমত নির্বিশেষে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, কংগ্রেস সভাপতি সহ দেশের বহু রাজনৈতিক নেতার।
প্রাক্তন স্পিকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অরুণ জেটলি
সোমনাথদার চলে যাওয়া এই সময়টা, যখন সংসদীয় গণতন্ত্রের ওপর নেমে এসেছে ভয়াবহ আক্রমণ এই সময়ে চলেছে, তাঁর ঠিক এই সময়টাতেই চলে যাওয়াটা অত্যন্ত বড় ক্ষতি- প্রাক্তন বামফ্রন্ট সাংসদ বাসুদেব আচারিয়া।
নিয়ে যাওয়া হবে হাইকোর্টে।
হাসপাতাল থেকে বের করা হবে তাঁর দেহ।
পরিবারের পক্ষ থেকে আপত্তির ফলে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে না রাজ্য সিপিএমের সদর দফতরে।
আলিমুদ্দিনে যাচ্ছে না সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহ।
লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চ্যাটার্জির মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন শচীন পাইলট
আমরা এমন এক মানুষকে আজ হারিয়ে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলাম, বললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে সোমনাথ চট্টোপাধ্যায়কে।
সোমনাথদার চলে যাওয়াটা ইন্দ্রপতন। তাঁর চলে যাওয়ায় গণ-আন্দোলনের ও গরীব মানুষদের আন্দোলনের ক্ষতি হল, বললেন বিমান বসু।
মৃত্যুতে হারালাম বন্ধুকে, মন্তব্য প্রণব মুখোপাধ্যায়ের।
তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ আলিমুদ্দিন। দলের ঊর্ধ্বে ছিলেন তিনি, বললেন সূর্যকান্ত মিশ্র।
রাহুল গান্ধী ও অমিত শাহ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছন
প্রধানমন্ত্রী সহ দেশের বহু বিখ্যাত নেতা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ব্যক্ত করেছেন.
বাসভবন থেকে দেহ পৌঁছে দেওয়া হবে এসএসকেএম হাসপাতালে।
বিধানসভা থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে বাসভবনে।
সোমনাথ চট্টোপাধ্যায়কে গান স্যালুট দেওয়া হবে বিধানসভায়, জানালেন মমতা।
লোকসভার স্পিকারের চেয়ারটিকে গৌরবান্বিত করে গিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়ঃ সীতারাম ইয়েচুরি।
তাঁকে গান স্যালুট দেওয়া হবে বলে ঘোষণা মমতার।
মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায় ও হাইকোর্টে।