This Article is From Aug 17, 2018

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর অন্তিম যাত্রা শুরু : আপডেটস

আজ সন্ধেয় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর কথা ঘোষণা করে।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর অন্তিম যাত্রা শুরু : আপডেটস

অটল বিহারি বাজপেয়ি

নিউ দিল্লি:


চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। বয়স হয়েছিল 93 বছর। মূত্রনালীতে সংক্রমণের সমস্যায় নিয়ে 11 জুন AIIMS হাসপাতালে ভর্তি হন। বুধবার থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। গতকাল সন্ধেয় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর কথা ঘোষণা করে। 

প্রথমে মরদেহ রাখা হয়েছিল তাঁর সরকারি বাসভবন কৃষ্ণ মেনন মার্গে। পরে দেহ নিয়ে যাওয়া হয় বিজেপির সদর দপ্তরে। 

বাজপেয়ীর প্রয়াণকে "একটি যুগের অবসান" আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটা পিতৃহারা হওয়ার সমান ক্ষতি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে শ্রদ্ধা স্বরূপ রাজ্যে সাতদিনের ছুটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। 

অন্তিম যাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী :

Aug 17, 2018 18:23 (IST)
Aug 17, 2018 18:20 (IST)
Aug 17, 2018 18:20 (IST)
Aug 17, 2018 18:19 (IST)
Aug 17, 2018 18:19 (IST)

মুখাগ্নি করলেন বাজপেয়ীর পালিত কন্যা। তার আগে গান স্যালুট দেওয়া হয় তাঁকে। সেইসঙ্গে ধ্বনিত হয়
"লং লাইভ অটল বিহারি"।
Aug 17, 2018 18:09 (IST)
Aug 17, 2018 18:09 (IST)
Aug 17, 2018 18:08 (IST)
Aug 17, 2018 18:08 (IST)
Aug 17, 2018 18:08 (IST)
Aug 17, 2018 18:08 (IST)
Aug 17, 2018 18:07 (IST)
Aug 17, 2018 18:07 (IST)
Aug 17, 2018 18:05 (IST)
Aug 17, 2018 18:05 (IST)
Aug 17, 2018 16:58 (IST)
মুখাগ্নি করলেন অটল বিহারি বাজপেয়ীর মেয়ে
Aug 17, 2018 16:46 (IST)
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে প্রণাম বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Aug 17, 2018 16:39 (IST)
প্রাক্তন উপ প্রধানমন্ত্রী ও অটল বিহারি বাজপেয়ীর ঘনিষ্ঠ এল কে আদবানির শ্রদ্ধা নিবেদন
Aug 17, 2018 16:39 (IST)
Aug 17, 2018 16:39 (IST)
Aug 17, 2018 16:36 (IST)
অটল বিহারি বাজপেয়ীকে প্রণাম অমিত শাহর
Aug 17, 2018 16:33 (IST)
অটল বিহারি বাজপেয়ীকে সশ্রদ্ধ প্রণাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, এল কে আদবানির 
Aug 17, 2018 16:33 (IST)
Aug 17, 2018 16:33 (IST)
Aug 17, 2018 16:31 (IST)
Aug 17, 2018 16:29 (IST)
অটল বিহারি বাজপেয়ীকে শ্রদ্ধা নির্বেদন করছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক
Aug 17, 2018 16:28 (IST)
Aug 17, 2018 16:28 (IST)
Aug 17, 2018 16:26 (IST)
বাজপেয়ীকে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের
Aug 17, 2018 16:26 (IST)
Aug 17, 2018 16:21 (IST)
Aug 17, 2018 16:13 (IST)
ডিফেন্স ফোর্স শেষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছে 




Aug 17, 2018 16:12 (IST)

রাষ্ট্রীয় স্মৃতি স্থল -এ প্রবেশ করছে প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারীর নিথর শরীর 
Aug 17, 2018 16:05 (IST)
Aug 17, 2018 16:03 (IST)
 রাষ্ট্রীয় স্মৃতি স্থল -এ পৌঁছে গেছে অটল বিহারীর নিথর দেহ।  তাঁর শেষ যাত্রায় তাঁর সঙ্গে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের রাহুল গান্ধী, রাজনাথ সিংহ সহ  বহু মানুষ। 

Aug 17, 2018 15:48 (IST)
সহস্রাধিক লোকের সাথে হাত জোর করে এগিয়ে চলেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।  


Aug 17, 2018 15:26 (IST)
তিনি কানপুরের 'থাগ্গু কে লাড্ডু '' খেতে  ভালোবাসতেন।  

Aug 17, 2018 15:24 (IST)

Aug 17, 2018 15:23 (IST)
ভিক্টরিয়া কলেজ থেকে তিনি গ্রাজুয়েশন করেছিলেন, যা বর্তমানে এম এল বি কলেজ নামে পরিচিত, এরপর তিনি উচ্চ শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে কানপুরে চলে আসেন। 
Aug 17, 2018 15:06 (IST)
 গুরুকুলের ছাত্ররাও আজ তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে।  


Aug 17, 2018 15:03 (IST)
বাজপেয়ী শুধু রাজনীতি বিদই ছিলেন না, সেই সাথে তিনি ছিলেন একজন কবি, সাহিত্যিক এবং সুবক্তা। চলে গেলেন তিনি, শোকস্তব্ধ ভারতবাসী  

Aug 17, 2018 14:51 (IST)
Aug 17, 2018 14:46 (IST)
প্রধান মন্ত্রী মোদী,  অমিত শাহ সহ  বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা পায়ে হেঁটেই চলেছেন, চলেছেন বাজপেয়ীর শেষ যাত্রার সঙ্গী হতে।  

Aug 17, 2018 14:21 (IST)
 প্রাপকন প্রধান মন্ত্রীর শোভা যাত্রায় অংশ নিয়েছেন মোদী। সেই শোভা যাত্রায় অমিত শাহও আছেন।   

Aug 17, 2018 14:14 (IST)
Aug 17, 2018 14:13 (IST)
Aug 17, 2018 14:12 (IST)
বিজেপি হেড কোয়াটার থেকে শেষ যাত্রায় বেরিয়ে পড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নিথর দেহ। 

Aug 17, 2018 14:03 (IST)
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ নিউ দিল্লিতে এসেছেন অটল বিহারি বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য।  গত কাল তিরানব্বই বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।   

Aug 17, 2018 13:39 (IST)
প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা অর্পণ করলেন।  

Aug 17, 2018 13:11 (IST)
Aug 17, 2018 13:10 (IST)
 মুখ্য মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর মৃত্যুকে দেশের ''বিরাট ক্ষতি '' বলে আখ্যা দিয়েছেন। 
Aug 17, 2018 13:06 (IST)
দিল্লির মুখ্যমন্ত্রী  অরবিন্দ কেজরিওয়াল, ডেপুটি সিএম মনীশ সিসোদিয়া এবং aap এম পি সঞ্জয় সিংহ শেষ শ্রদ্ধা অর্পণ করতে পৌঁছে  গেছেন। 


Aug 17, 2018 12:51 (IST)
সমাজ বাদী পার্টির অখিলেশ যাদব প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে দুটি ছবি শেয়ার করেছেন, তিনি টুইট করেছেন, ''অটল জি কোনো দিন দলের রাজনীতি করেননি, তিনি সর্বদা দলের সিদ্ধান্তের ওপরে উঠে নিজের দর্শনকেই অধিক গুরুত্ব দিয়েছেন। তিনি বিদেশিদের মমিত্রতার পথ পড়াতে সক্ষম হয়েছিলেন। অটল জির এই পৃথিবী থেকে যাওয়ার মানে হল ভারতীয় সাহিত্য ও রাজনীতি স্তব্ধ হয়ে যাওয়া।"
Aug 17, 2018 12:39 (IST)
Aug 17, 2018 12:38 (IST)
 তাঁর স্মরণে মোহন ভাগবতের কলম থেকেও বেরিয়ে এল কিছু লেখা, '' আপনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক  শূন্যতা, যা সারা জীবন আমাদের অন্তরে থেকে যাবে। ''

Aug 17, 2018 12:33 (IST)
Aug 17, 2018 12:18 (IST)
  বাজপেয়ী-র নিথর শরীর ঢাকা আছে তিরঙ্গা পতাকা দিয়ে, সাদা ফুল দিয়ে সাজানো স্থানে রাখা হয়েছে তাঁর শরীর।  

 
Aug 17, 2018 11:48 (IST)
পুলিশ বিভাগের পক্ষ থেকে কঠোর সুরক্ষা ব্যবস্থা রাখা হবে বলে ঘোষণা করা হয়েছে
Aug 17, 2018 11:43 (IST)
 মুম্বাইয়ের ছাত্ররা প্রাক্তন প্রধানমন্ত্রী একটি ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে শেষ শ্রদ্ধা অর্পণ করল   

Aug 17, 2018 11:37 (IST)
 অটল বিহারি বাজপেয়ী-র স্মৃতির উদ্দেশ্যে অভিনেতা শাহরুখ খান যা বলেছেন, তা পড়লে আপনার চোখেও জল আসবে। 

Aug 17, 2018 11:34 (IST)
আজ আবেগ প্রবন কিছু লেখা বেরিয়ে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলম থেকে, তিনি লিখেছেন ''এক আধ্যাত্মিক জগতে পৌঁছে গেছেন তিনি...''

সম্পূর্ণ ব্লগটি পড়ুন এখানে: 

Aug 17, 2018 11:30 (IST)
 অটল বিহারি বাজপেয়ী-কে শেষ শ্রদ্ধা অর্পণ করলেন অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিংহ 

Aug 17, 2018 11:28 (IST)
Aug 17, 2018 11:27 (IST)
Aug 17, 2018 11:27 (IST)
অটল বিহারীর নিথর দেহ পৌঁছে গেছে বিজেপি হেড কোয়াটারে, সঙ্গে আছেন প্রধান মন্ত্রী মোদী এবং অমিত শাহ 

Aug 17, 2018 11:23 (IST)
Aug 17, 2018 11:12 (IST)
বিজেপি-র প্রধান অমিত শাহের শেয়ার করা কিছু বিশেষ ছবি দেখুন
Aug 17, 2018 10:39 (IST)
বিজেপি হেডকোয়াটারের দিক  শেষ যাত্রা 



Aug 17, 2018 10:25 (IST)
 আজ শুক্রবার সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সাথে শেষকৃত্য সম্পন্ন হবে অটল বিহারি বাজপেয়ির, সকাল নয়টা নাগাদ তাঁর মৃত দেহ নিয়ে বিজেপি হেড কোয়াটারের উদ্দেশ্যে ওড়না দেওয়া হয়েছে, আজ দুপুরটা একটার সময় তাঁর অন্তিম যাত্রা নির্গত করার সময় নির্ধারিত করা হয়েছে।  বিকেল চার টের সময় যমুনার পারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। 

Aug 17, 2018 10:20 (IST)
দেখে নিন তাঁর কৃষ্ণনগর বাড়ির দৃশ্য

Aug 17, 2018 10:19 (IST)
স্থল, জল ও আকাশ বাহিনীর সৈন্যরা সেলাম জানিয়ে তাঁর মৃত দেহ নিয়ে যাবে তাঁর বাসভবন থেকে 

Aug 17, 2018 10:12 (IST)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছেন অটল জির বাসভবনে 

Aug 17, 2018 10:06 (IST)
স্থল, জল ও আকাশ পথের সেনারা উপস্থিত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী-কে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁকে তাঁর অন্তিম গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য 



Aug 17, 2018 09:57 (IST)
বাজপেয়ী-র সাথে স্মৃতি রোমন্থন করেছেন মোদী।
Aug 17, 2018 09:46 (IST)
   আজ অটল বিহারি বাজপেয়ী -র সম্মানে অর্ধ দিবস ছুটির ঘোষণা  করলেন।  
Aug 17, 2018 09:38 (IST)
ভারতের স্থল, জল ও আকাশ বাহিনীর সেনারা অটল বিহারি বাজপেয়ী-র বাড়ির সামনে তাঁকে শ্রদ্ধা অর্পণের জন্য জমায়েত হয়েছেন। 

Aug 17, 2018 09:35 (IST)
প্ৰতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামান প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারি বাজপেয়ী-কে শ্রদ্ধা জ্ঞাপন  করছেন। 

Aug 17, 2018 09:33 (IST)
 ফুলে ঢাকা কাঁচের গাড়িতে করে  যাত্রায় তিনি শেষ যাত্রায় রওনা দেবেন। 

Aug 17, 2018 09:16 (IST)
Aug 17, 2018 09:14 (IST)
 অটল বিহারি বাজপেয়ীর বাড়ির বাইরে বহু লোকের সমাগম ঘটেছে। তাঁকে শেষ শ্রদ্ধা অর্পনের জন্য। 

Aug 17, 2018 09:03 (IST)
Aug 17, 2018 09:02 (IST)
Aug 17, 2018 09:01 (IST)
Aug 17, 2018 08:54 (IST)
Aug 17, 2018 08:53 (IST)
আর্মি-র প্রধান বিপিন রাওয়াত এবং নেভাল স্টাফ এডমিরাল সুনীল লম্বা প্রাক্তন প্রধান মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছে।  

 
Aug 17, 2018 08:50 (IST)
 তিন বার দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন অটল বিহারি বাজপেয়ী। তিনি দেশের অন্যতম সম্মানীয় ব্যক্তিত্ব ছিলেন। কাল সন্ধ্যায় পক্ষ থেকে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। গত নয় মাস ধরে তাঁর চিকিৎসা চলছিল। আজ বিকেল ৪ টের সময় তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে। 

Aug 17, 2018 08:43 (IST)
  ফুলের মোড়কে ঢাকা, সুসজ্জিত গাড়িতে শেষ যাত্রায় বেড়াবেন দেশের প্রাক্তন প্রধান প্রধানমন্ত্রী

Aug 17, 2018 08:40 (IST)
দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই সম্পূর্ণ বিষয়টা যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হতে পারে তার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যারা এখানে আসবেন তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্যই  এই ব্যবস্থা এবং সুরক্ষা ব্যবস্থায় যাতে কোনো রকম খামতি না থাকে সে দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। 

Aug 17, 2018 08:37 (IST)
RSS -এর মুখপাত্র মোহন ভাগবত এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা অর্পণ করতে 

Aug 17, 2018 08:35 (IST)
আজ সকালেই বিজেপির অমিত শাহ অটল বিহারি বাজপায়ীর বাড়িতে এসে পৌঁছেছেন, তিনি কাল রাতেইপ্রাক্তন প্রধান মন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন

Aug 17, 2018 08:31 (IST)
দূরদর্শন- বিভাগ থেকে প্রাপ্ত খবর অনুসারে, শুধু ভারতীয়রাই নয়, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ -র বহু মানুষ আজ তাঁর উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন 

Aug 17, 2018 08:28 (IST)
কিরণ বেদি আজ শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন
Aug 17, 2018 08:25 (IST)
আজ দেশের অগণিত মানুষ প্রাক্তন প্রধান মন্ত্রীর উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা অর্পণ করবেন, ইতিমধ্যে অনেকেই তাঁকে শেষ শ্রদ্ধা প্রদান করে ফেলেছেন,  এখানে একটা তালিকা দেওয়া হল

Aug 17, 2018 08:25 (IST)
আজ দেশের অগণিত মানুষ প্রাক্তন প্রধান মন্ত্রীর উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা অর্পণ করবেন, ইতিমধ্যে অনেকেই তাঁকে শেষ শ্রদ্ধা প্রদান করে ফেলেছেন,  এখানে একটা তালিকা দেওয়া হল

Aug 17, 2018 08:08 (IST)
Aug 17, 2018 08:06 (IST)
Aug 16, 2018 21:12 (IST)
Aug 16, 2018 18:11 (IST)
Aug 16, 2018 18:10 (IST)
Aug 16, 2018 18:09 (IST)
93 বছর বয়সে প্রয়াত অটল বিহারি বাজপেয়ি
.