নিউ দিল্লি:
চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। বয়স হয়েছিল 93 বছর। মূত্রনালীতে সংক্রমণের সমস্যায় নিয়ে 11 জুন AIIMS হাসপাতালে ভর্তি হন। বুধবার থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। গতকাল সন্ধেয় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর কথা ঘোষণা করে।
প্রথমে মরদেহ রাখা হয়েছিল তাঁর সরকারি বাসভবন কৃষ্ণ মেনন মার্গে। পরে দেহ নিয়ে যাওয়া হয় বিজেপির সদর দপ্তরে।
বাজপেয়ীর প্রয়াণকে "একটি যুগের অবসান" আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটা পিতৃহারা হওয়ার সমান ক্ষতি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে শ্রদ্ধা স্বরূপ রাজ্যে সাতদিনের ছুটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
অন্তিম যাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী :
মুখাগ্নি করলেন বাজপেয়ীর পালিত কন্যা। তার আগে গান স্যালুট দেওয়া হয় তাঁকে। সেইসঙ্গে ধ্বনিত হয়
"লং লাইভ অটল বিহারি"।
মুখাগ্নি করলেন অটল বিহারি বাজপেয়ীর মেয়ে
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে প্রণাম বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
প্রাক্তন উপ প্রধানমন্ত্রী ও অটল বিহারি বাজপেয়ীর ঘনিষ্ঠ এল কে আদবানির শ্রদ্ধা নিবেদন
অটল বিহারি বাজপেয়ীকে প্রণাম অমিত শাহর
অটল বিহারি বাজপেয়ীকে সশ্রদ্ধ প্রণাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, এল কে আদবানির
অটল বিহারি বাজপেয়ীকে শ্রদ্ধা নির্বেদন করছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক
বাজপেয়ীকে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের
ডিফেন্স ফোর্স শেষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছে
রাষ্ট্রীয় স্মৃতি স্থল -এ প্রবেশ করছে প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারীর নিথর শরীর
রাষ্ট্রীয় স্মৃতি স্থল -এ পৌঁছে গেছে অটল বিহারীর নিথর দেহ। তাঁর শেষ যাত্রায় তাঁর সঙ্গে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের রাহুল গান্ধী, রাজনাথ সিংহ সহ বহু মানুষ।
সহস্রাধিক লোকের সাথে হাত জোর করে এগিয়ে চলেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি কানপুরের 'থাগ্গু কে লাড্ডু '' খেতে ভালোবাসতেন।
ভিক্টরিয়া কলেজ থেকে তিনি গ্রাজুয়েশন করেছিলেন, যা বর্তমানে এম এল বি কলেজ নামে পরিচিত, এরপর তিনি উচ্চ শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে কানপুরে চলে আসেন।
গুরুকুলের ছাত্ররাও আজ তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে।
বাজপেয়ী শুধু রাজনীতি বিদই ছিলেন না, সেই সাথে তিনি ছিলেন একজন কবি, সাহিত্যিক এবং সুবক্তা। চলে গেলেন তিনি, শোকস্তব্ধ ভারতবাসী
প্রধান মন্ত্রী মোদী, অমিত শাহ সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা পায়ে হেঁটেই চলেছেন, চলেছেন বাজপেয়ীর শেষ যাত্রার সঙ্গী হতে।
প্রাপকন প্রধান মন্ত্রীর শোভা যাত্রায় অংশ নিয়েছেন মোদী। সেই শোভা যাত্রায় অমিত শাহও আছেন।
বিজেপি হেড কোয়াটার থেকে শেষ যাত্রায় বেরিয়ে পড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নিথর দেহ।
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ নিউ দিল্লিতে এসেছেন অটল বিহারি বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য। গত কাল তিরানব্বই বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা অর্পণ করলেন।
মুখ্য মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর মৃত্যুকে দেশের ''বিরাট ক্ষতি '' বলে আখ্যা দিয়েছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ডেপুটি সিএম মনীশ সিসোদিয়া এবং aap এম পি সঞ্জয় সিংহ শেষ শ্রদ্ধা অর্পণ করতে পৌঁছে গেছেন।
সমাজ বাদী পার্টির অখিলেশ যাদব প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে দুটি ছবি শেয়ার করেছেন, তিনি টুইট করেছেন, ''অটল জি কোনো দিন দলের রাজনীতি করেননি, তিনি সর্বদা দলের সিদ্ধান্তের ওপরে উঠে নিজের দর্শনকেই অধিক গুরুত্ব দিয়েছেন। তিনি বিদেশিদের মমিত্রতার পথ পড়াতে সক্ষম হয়েছিলেন। অটল জির এই পৃথিবী থেকে যাওয়ার মানে হল ভারতীয় সাহিত্য ও রাজনীতি স্তব্ধ হয়ে যাওয়া।"
তাঁর স্মরণে মোহন ভাগবতের কলম থেকেও বেরিয়ে এল কিছু লেখা, '' আপনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক শূন্যতা, যা সারা জীবন আমাদের অন্তরে থেকে যাবে। ''
বাজপেয়ী-র নিথর শরীর ঢাকা আছে তিরঙ্গা পতাকা দিয়ে, সাদা ফুল দিয়ে সাজানো স্থানে রাখা হয়েছে তাঁর শরীর।
পুলিশ বিভাগের পক্ষ থেকে কঠোর সুরক্ষা ব্যবস্থা রাখা হবে বলে ঘোষণা করা হয়েছে
মুম্বাইয়ের ছাত্ররা প্রাক্তন প্রধানমন্ত্রী একটি ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে শেষ শ্রদ্ধা অর্পণ করল
অটল বিহারি বাজপেয়ী-র স্মৃতির উদ্দেশ্যে অভিনেতা শাহরুখ খান যা বলেছেন, তা পড়লে আপনার চোখেও জল আসবে।
আজ আবেগ প্রবন কিছু লেখা বেরিয়ে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলম থেকে, তিনি লিখেছেন ''এক আধ্যাত্মিক জগতে পৌঁছে গেছেন তিনি...''
সম্পূর্ণ ব্লগটি পড়ুন এখানে:
অটল বিহারি বাজপেয়ী-কে শেষ শ্রদ্ধা অর্পণ করলেন অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিংহ
অটল বিহারীর নিথর দেহ পৌঁছে গেছে বিজেপি হেড কোয়াটারে, সঙ্গে আছেন প্রধান মন্ত্রী মোদী এবং অমিত শাহ
বিজেপি-র প্রধান অমিত শাহের শেয়ার করা কিছু বিশেষ ছবি দেখুন
বিজেপি হেডকোয়াটারের দিক শেষ যাত্রা
আজ শুক্রবার সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সাথে শেষকৃত্য সম্পন্ন হবে অটল বিহারি বাজপেয়ির, সকাল নয়টা নাগাদ তাঁর মৃত দেহ নিয়ে বিজেপি হেড কোয়াটারের উদ্দেশ্যে ওড়না দেওয়া হয়েছে, আজ দুপুরটা একটার সময় তাঁর অন্তিম যাত্রা নির্গত করার সময় নির্ধারিত করা হয়েছে। বিকেল চার টের সময় যমুনার পারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
দেখে নিন তাঁর কৃষ্ণনগর বাড়ির দৃশ্য
স্থল, জল ও আকাশ বাহিনীর সৈন্যরা সেলাম জানিয়ে তাঁর মৃত দেহ নিয়ে যাবে তাঁর বাসভবন থেকে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছেন অটল জির বাসভবনে
স্থল, জল ও আকাশ পথের সেনারা উপস্থিত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী-কে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁকে তাঁর অন্তিম গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য
বাজপেয়ী-র সাথে স্মৃতি রোমন্থন করেছেন মোদী।
আজ অটল বিহারি বাজপেয়ী -র সম্মানে অর্ধ দিবস ছুটির ঘোষণা করলেন।
ভারতের স্থল, জল ও আকাশ বাহিনীর সেনারা অটল বিহারি বাজপেয়ী-র বাড়ির সামনে তাঁকে শ্রদ্ধা অর্পণের জন্য জমায়েত হয়েছেন।
প্ৰতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামান প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারি বাজপেয়ী-কে শ্রদ্ধা জ্ঞাপন করছেন।
ফুলে ঢাকা কাঁচের গাড়িতে করে যাত্রায় তিনি শেষ যাত্রায় রওনা দেবেন।
অটল বিহারি বাজপেয়ীর বাড়ির বাইরে বহু লোকের সমাগম ঘটেছে। তাঁকে শেষ শ্রদ্ধা অর্পনের জন্য।
আর্মি-র প্রধান বিপিন রাওয়াত এবং নেভাল স্টাফ এডমিরাল সুনীল লম্বা প্রাক্তন প্রধান মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছে।
তিন বার দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন অটল বিহারি বাজপেয়ী। তিনি দেশের অন্যতম সম্মানীয় ব্যক্তিত্ব ছিলেন। কাল সন্ধ্যায় পক্ষ থেকে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। গত নয় মাস ধরে তাঁর চিকিৎসা চলছিল। আজ বিকেল ৪ টের সময় তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে।
ফুলের মোড়কে ঢাকা, সুসজ্জিত গাড়িতে শেষ যাত্রায় বেড়াবেন দেশের প্রাক্তন প্রধান প্রধানমন্ত্রী
দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই সম্পূর্ণ বিষয়টা যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হতে পারে তার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যারা এখানে আসবেন তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্যই এই ব্যবস্থা এবং সুরক্ষা ব্যবস্থায় যাতে কোনো রকম খামতি না থাকে সে দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
RSS -এর মুখপাত্র মোহন ভাগবত এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা অর্পণ করতে
আজ সকালেই বিজেপির অমিত শাহ অটল বিহারি বাজপায়ীর বাড়িতে এসে পৌঁছেছেন, তিনি কাল রাতেইপ্রাক্তন প্রধান মন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন
দূরদর্শন- বিভাগ থেকে প্রাপ্ত খবর অনুসারে, শুধু ভারতীয়রাই নয়, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ -র বহু মানুষ আজ তাঁর উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন
কিরণ বেদি আজ শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন
আজ দেশের অগণিত মানুষ প্রাক্তন প্রধান মন্ত্রীর উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা অর্পণ করবেন, ইতিমধ্যে অনেকেই তাঁকে শেষ শ্রদ্ধা প্রদান করে ফেলেছেন, এখানে একটা তালিকা দেওয়া হল
আজ দেশের অগণিত মানুষ প্রাক্তন প্রধান মন্ত্রীর উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা অর্পণ করবেন, ইতিমধ্যে অনেকেই তাঁকে শেষ শ্রদ্ধা প্রদান করে ফেলেছেন, এখানে একটা তালিকা দেওয়া হল
93 বছর বয়সে প্রয়াত অটল বিহারি বাজপেয়ি