Read in English
This Article is From Aug 17, 2018

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর অন্তিম যাত্রা শুরু : আপডেটস

আজ সন্ধেয় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর কথা ঘোষণা করে।

Advertisement
অল ইন্ডিয়া

অটল বিহারি বাজপেয়ি

নিউ দিল্লি:


চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। বয়স হয়েছিল 93 বছর। মূত্রনালীতে সংক্রমণের সমস্যায় নিয়ে 11 জুন AIIMS হাসপাতালে ভর্তি হন। বুধবার থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। গতকাল সন্ধেয় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর কথা ঘোষণা করে। 

প্রথমে মরদেহ রাখা হয়েছিল তাঁর সরকারি বাসভবন কৃষ্ণ মেনন মার্গে। পরে দেহ নিয়ে যাওয়া হয় বিজেপির সদর দপ্তরে। 

বাজপেয়ীর প্রয়াণকে "একটি যুগের অবসান" আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটা পিতৃহারা হওয়ার সমান ক্ষতি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে শ্রদ্ধা স্বরূপ রাজ্যে সাতদিনের ছুটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। 

অন্তিম যাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী :

Aug 17, 2018 18:23 (IST)
Aug 17, 2018 18:20 (IST)
Aug 17, 2018 18:20 (IST)
Aug 17, 2018 18:19 (IST)
Aug 17, 2018 18:19 (IST)

মুখাগ্নি করলেন বাজপেয়ীর পালিত কন্যা। তার আগে গান স্যালুট দেওয়া হয় তাঁকে। সেইসঙ্গে ধ্বনিত হয়
"লং লাইভ অটল বিহারি"।
Advertisement
Aug 17, 2018 18:09 (IST)
Aug 17, 2018 18:09 (IST)
Aug 17, 2018 18:08 (IST)
Aug 17, 2018 18:08 (IST)
Aug 17, 2018 18:08 (IST)
Aug 17, 2018 18:08 (IST)
Aug 17, 2018 18:07 (IST)
Aug 17, 2018 18:07 (IST)
Aug 17, 2018 18:05 (IST)
Aug 17, 2018 18:05 (IST)
Aug 17, 2018 16:58 (IST)
মুখাগ্নি করলেন অটল বিহারি বাজপেয়ীর মেয়ে
Aug 17, 2018 16:46 (IST)
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে প্রণাম বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Aug 17, 2018 16:39 (IST)
প্রাক্তন উপ প্রধানমন্ত্রী ও অটল বিহারি বাজপেয়ীর ঘনিষ্ঠ এল কে আদবানির শ্রদ্ধা নিবেদন
Aug 17, 2018 16:39 (IST)
Aug 17, 2018 16:39 (IST)



Advertisement