This Article is From Oct 15, 2019

‘‘অত্যন্ত গর্বিত’’: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয় প্রসঙ্গে মনমোহন সিংহ

মনমোহন সিংহ (Manmohan Singh) ভারতীয়-মার্কিন অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে (Abhijit Banerjee) নোবেল পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানালেন।

‘‘অত্যন্ত গর্বিত’’: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয় প্রসঙ্গে মনমোহন সিংহ

নোবেলজয়ী বাঙালিকে এক চিঠিতে মনমোহন সিংহ শুভেচ্ছা জানান।

নয়াদিল্লি:

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ (Manmohan Singh) ভারতীয়-মার্কিন অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে (Abhijit Banerjee) নোবেল পুরস্কার (Nobel Prize) জয়ের জন্য অভিনন্দন জানান সোমবার। তিনি বলেন, দারিদ্র দূরীকরণ এবং নতুন টেকনিকের উন্নতিতে ওঁর অবদান সত্যিই নতুন পথের দিশারী। তিনি আরও বলেন, উন্নয়ন অর্থনীতিতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী উদ্ভাবন ভারতের মতো উন্নয়নশীল দেশে নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রয়োগের উপযুক্ত ও জরুরি। নোবেলজয়ী এই বাঙালিকে লেখা এক চিঠিতে মনমোহন সিংহ লেখেন, ‘‘দ্বিতীয় ভারতীয় হিসেবে আপনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন এটা জেনে অত্যন্ত আনন্দ ও গর্ব অনুভব করছি।'' তিনি ওই চিঠিতে আরও লেখেন, ‘‘আমার আন্তরিক অভিন‌ন্দন আপনাকে এবং আপনার সহ-বিজয়ীদের। দারিদ্র দূরীকরণ এবং নতুন টেকনিকের উন্নতিতে ওঁর আপনার অবদান সত্যিই নতুন পথের দিশারী।''

সাউথ পয়েন্টের মুখচোরা ফুটবলপ্রেমী অভিজিৎই নোবেলজয়ী! কী বলছেন তাঁর শিক্ষকেরা?

তিনি আরও জানান, ‘‘অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি আনন্দিত যে কমিটি ভারতের মতো উন্নয়নশীল দেশে নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রয়োগের উপযুক্ত ও জরুরি এক যুগান্তকারী আবিষ্কারকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।''

এমআইটি তথা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কর্মরত অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী এস্থার ডুফ্লো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল ক্রেমার ২০১৯ সালে নোবেল পুরস্কার পাচ্ছেন অর্থনীতিতে। সোমবার ‘‘বিশ্ব থেকে দারিদ্র দূরীকরণে এক অসামান্য পরীক্ষামূলক পদ্ধতির জন্য'' তাঁদের অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়।

জানেন, জুতো নিয়ে কোন গবেষণা করে দারিদ্রের আশ্চর্য সত্য জেনেছিলেন নোবেলজয়ী অভিজিৎ!

৫৮ বছরের অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই খবর শুনে তাঁকে ‘দারুণ' বলে জানিয়েছেন, ‘‘আপনি আপনার জীবনে এমন সৌভাগ্যবান খুব বেশি বার হবেন না।''

অর্থনীতিতে ভারতের হয়ে প্রথম নোবেল পুরস্কার জেতেন অমর্ত্য সেন। ১৯৯৮ সালে তিনি এই পুরস্কার পান।

দেখুন ভিডিও

.