মনমোহন সিংহের ঘনিষ্ঠ সূত্রের দাবি, মনমোহন নিজের নিরাপত্তা নিয়ে খুব একটা ওয়াকিবহাল নন
নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের (Manmohan Singh) স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি (SPG) নিরাপত্তা সরিয়ে নেওয়া হল। তাঁর নিরাপত্তার দায়িত্ব এবার কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী বা সিআরপিএফকে (CRPF) দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার বার্ষিক অনুশীলনেরই অংশ এই পরিবর্তন। দেশের মুষ্টিমেয় ব্যক্তিকে এই নিরাপত্তা দেওয়া হয়। মনমোহন সিংহ সেই তালিকা থেকে বাদ পড়লেন। স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে এবার থেকে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি এসপিজি নিরাপত্তা পাবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, মনমোহন সিংহ এবার থেকে জেড প্লাস নিরাপত্তা পাবেন।
মনমোহন সিংহের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রিত্বের দায়িত্বে থাকা মনমোহন নিজের নিরাপত্তা নিয়ে খুব একটা ওয়াকিবহাল নন। সরকারের সিদ্ধান্ত মেনে চলবেন তিনি।
দুর্নীতির অভিযোগে ২২ জন কর আধিকারিককে অবসর নিতে বাধ্য করল কেন্দ্র: সূত্র
দু'দশক আগে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া ও ভিপি সিংহের উপর থেকেও এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। ভারতের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে আমৃত্যু এসপিজি নিরাপত্তা দেওয়া হয়েছিল।
এসপিজিতে ৩,০০০ জনের বেশি কর্মী রয়েছেন। হামলার আশঙ্কা যাঁদের উপরে রয়েছে, তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকে এই বাহিনী। প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁদের পরিবারকে তারা নিরাপত্তা দেয়।
২০১৪ সালে কংগ্রেস ক্ষমতা হারানোর পরে মনমোহন সিংহের মেয়েকে এসপিজি নিরাপত্তা দেওয়া বন্ধ হয়। একই ভাবে অটলবিহারী বাজপেয়ীর পালিত কন্যার এসপিজি নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়।
১৯৮৫ সালে এসপিজি গঠিত হয়। নিরাপত্তা রক্ষীর গুলিতে ইন্দিরা গান্ধির মৃত্যুর পরে এই বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৯১ সালে আত্মঘাতী হামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির মৃত্যুর পর ঠিক হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁদের পরিবারকে পরবর্তী ১০ বছর এসপিজি নিরাপত্তা দেওয়া হবে।
পরে ২০০৩ সালে বাজপেয়ী সরকার এই আইন পরিবর্তন করে ১০ বছরের সময়সীমাকে কমিয়ে ১ বছরের করে দেয়। অথবা হামলার আশঙ্কা বিচার করে কেন্দ্রের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল হয় বিষয়টি।