தமிழில் படிக்க हिंदी में पढ़ें
This Article is From Jun 17, 2019

বিজেপির কার্যকরী সভাপতি হলেন জেপি নাড্ডা, ‘বস’ এখনও অমিত শাহই

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা(JP Nadda) বিজেপির কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্ত হলেন সোমবার।

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • JP Nadda, 58, is a leader from Himachal Pradesh has a clean reputation
  • For now, Amit Shah will remain BJP chief, but the workload will be shared
  • The decision was taken after Mr Shah expressed an intention to step aside
নিউ দিল্লি :

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda) বিজেপির কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্ত হলেন সোমবার। সেই সঙ্গে শেষ হল সেই বিতর্কের, যে অমিত শাহ (Amit Shah) কি স্বরাষ্ট্রমন্ত্রক সামলানোর পাশাপাশি দলের সভাপতিও থাকবেন? কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, যিনি এই ঘোষণা কেরন, তিনি বলেন এই সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহই (Amit Shah)। তাঁর পক্ষে দু'টি গুরুত্বপূর্ণ পদ একসঙ্গে সামলানো সম্ভব হচ্ছিল না এই যুক্তিতে। তবে এখনও দলের সভাপতি অমিতই থাকবেন। যদিও কাজের ভার সামলাবেন নাড্ডাই (JP Nadda)।

রাজনাথ বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ করার পরই অমিত শাহজি জানিয়েছিলেন, দলের সভাপতির দায়িত্ব অন্য কাউকে দেওয়া হোক।''

রইল তাঁর করা টুইট:

প্রধানমন্ত্রী মোদি নাড্ডাকে অভিনন্দন জানান।

দলের শীর্ষ নেতৃত্ব তাঁর (JP Nadda) উপরে ভরসা রাখায় নাড্ডা খুশি হয়েছেন। দলের আদর্শগত সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘেরও বিশ্বস্ত তিনি। হিমাচল প্রদেশের ৫৮ বছরের ব্রাহ্মণ নেতা সাধারণ জীবন যাপন করেন। তাঁর ভাবমূর্তি স্বচ্ছ।

Advertisement

পরপর দু'বার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। গত তিন দশকে এমন কৃতিত্ব আর কোনও দলের নেই। এই সাফল্যের ক্ষেত্রে অমিত শাহকে (Amit Shah) অনেকটাই কৃতিত্ব দেওয়া হচ্ছে। গত পাঁচ বছরে কংগ্রেস-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে বিজেপিকে প্রস্তুত করেছেন অমিত।

সাংসদ প্রজ্ঞা ঠাকুরের শপথগ্রহণ ঘিরে বিতর্ক, প্রতিবাদ বিরোধীদের

Advertisement

মে মাসে দল ক্ষমতায় আসার পরে তাঁর নাম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঠিক হয়। তখনই কথা ওঠে তিনি দু'টি গুরুদায়িত্ব একা সামলাতে পারবেন? তবে মনে করা হচ্ছিল এ বছর চারটি রাজ্যে নির্বাচন রয়েছে। আগামী বছর দিল্লিতে নির্বাচন। এই পরিস্থিতিতে তিনি হয়তো সভাপতির পদ ছাড়বেন না।

বিজেপি (BJP) সভাপতি হিসেবে অমিতের(Amit Shah) কৃতিত্বকে স্বীকার করে নিয়ে রাজনাথ সিংহ জানান, ‘‘বিজেপি বোর্ড শাহকেই চালিয়ে যেতে বলেছিল। কিন্তু শাহর মতে উনি দু'টো দায়িত্ব সামলাতে পারবেন না। (তাই) জেপি নাড্ডাকে(JP Nadda) কার্যকরী সভাপতি করে দেওয়া হল।''

Advertisement

শপথগ্রহণের পরে সই করতে ভুললেন রাহুল, মনে করালেন রাজনাথ

শাহর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রক এরই মধ্যে প্রধানমন্ত্রীর দফতরের পরেই সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। কাজ পাগল অমিত শাহ (Amit Shah) দিনে ১০ ঘণ্টা অফিসে কাটাচ্ছেন। আটটি সংসদীয় কমিটিতে তাঁকে রাখা হয়েছে। যার মধ্যে একটির সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও সংযোগ নেই। মোদি সামলাচ্ছেন ছ'টি মন্ত্রক।

Advertisement

অমিতের(Amit Shah) লক্ষ্য দলকে আগামী বিধানসভা নির্বাচনগুলিতে জয়ী করা।

Advertisement