দুপুর দেড়টা নাগাদ তিনি ব্রিগেডে উপস্থিত হন। (ছবি প্রতীকী)
কলকাতা: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিএমের ডাকা জনসমাবেশে থাকছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দুপুর দেড়টা নাগাদ তিনি ব্রিগেডে উপস্থিত হন। যে গাড়িতে করে আসেন তিনি, তাতে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য। শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকমাস ধরে শয্যাশায়ী ছিলেন তিনি।
সিপিএমের এক নেতা বলেন, কয়েক মিনিটের জন্য হলেও বুদ্ধদা আজকের সভায় থাকবেন। তাঁর উপস্থিতি নিশ্চিতভাবে উজ্জীবিত করবে দলের ক্যাডারদের। বাংলায় তিনিই আমাদের দলের সর্বোচ্চ নেতা। ক্যাডারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা এখনও অতুলনীয়। শারীরিক অসুস্থতার আগে প্রত্যেকদিন বিকেলবেলা আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে যেতেন বুদ্ধদেব ভট্টাচার্য।
কিন্তু, গত কয়েক বছরে পরিস্থিতিটা বদলে যায়। শারীরিক অসুস্থতার ফলে স্বাভাবিকভাবেই কমে আসে কাজের ইচ্ছা। রাজনীতির ইচ্ছা। কমে আসে দৃষ্টিশক্তিও। গত বছর মার্চে সিপিএমের রাজ্য কমিটি থেকেও সরে দাঁড়ান তিনি।
তার আগে পার্টির কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরো থেকেও সরে দাঁড়িয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)