This Article is From Jan 08, 2019

দেশের সর্বত্র বাকস্বাধীনতার চর্চা জরুরি, ডি লিট নিতে এসে বললেন গোপালকৃষ্ণ গান্ধী

রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ডি.লিট নিতে এসে জানালেন, দেশের সর্বত্র বাকস্বাধীনতা থাকা উচিত।

Advertisement
অল ইন্ডিয়া
কলকাতা:

রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ডি.লিট নিতে এসে জানালেন, দেশের সর্বত্র বাকস্বাধীনতা থাকা উচিত। গণতন্ত্রের পক্ষে যা অত্যন্ত জরুরি। তিনি বলেন, "আমাদের মতো যাঁদের চিন্তা করার ক্ষমতা আছে, তাঁদের নিজেদের মতো চিন্তা করতে দেওয়া, নিজের কথাটি নির্ভয়ে বলতে অথবা লিখতে দেওয়া উচিত। খেয়াল রাখতে হবে, নিজের বক্তব্যপ্রকাশের জন্য কাউকে যেন কোনও অবমাননাকর পরিস্থিতির মুখে পড়তে না হয়"। 

দিলীপ ঘোষের মন্তব্যেই পরিষ্কার, বিজেপি ও তৃণমূলের মধ্যে বোঝাপড়া আছে, বললেন সোমেন

তাঁর কথায়, ভয় এবং গণতন্ত্র একসঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে কখনওই চলতে পারে না৷ এই রাজ্যের রাজ্যপাল থাকাকালীন দিনগুলোকে স্মরণ করে তিনি বলেন 'দিয়েছি যত, নিয়েছি তার বেশি'৷

Advertisement

দেখুন ভিডিও:



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement