ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ গেল ৪ বিএসএফ জওয়ানের। অন্য একটি ঘটনায় ছত্তিশগড়ের কাঙ্কের জেলাতেও গুলির লড়াইয়ে দুজনের মৃত্যু হয়েছে। জান গিয়েছে আজ সকালে পাঙ্খাজুর নামে একটি এলাকায় দু' পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে যায় বাহিনী। তখনই তাদের উদ্দেশে গুলি চালাতে থাকে মাওবাদীরা। তাতেই চার জন জওয়ানের মৃত্যু হয়।