৪ লক্ষ টাকার জাল নোট সহ চার জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ।
হাইলাইটস
- জাল নোট সহ চার জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ
- ২ হাজার টাকার ১৬৩ টি এবং ৫০০ টাকার ১৯৮ টি নোট উদ্ধার হল
- এমনিতেই মালদা হয়ে কলকাতায় প্রচুর পরিমাণে জাল নোট প্রবেশ করে
৪ লক্ষ টাকার জাল নোট সহ চার জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। নারকেলডাঙা থানা এলাকার স্বর্ণময়ী স্ট্রিট থেকে এই টাকা উদ্ধার করেছে এসটিএফ। জানা গিয়েছে উদ্ধার হওয়া টাকার মধ্যে ২ হাজার টাকার ১৬৩ টি এবং ৫০০ টাকার ১৯৮ টি নোট আছে।
ধৃতদের পরিচয় জানিয়েছে এসটিএফ। তাদের মধ্যে আছে প্রশান্ত মজুমদার ওরফে রাজা নামে এক যুবক। তাঁর বাড়ি নদিয়ার নাকাশিপাড়ায়। তাছাড়া কলকাতার তিলজলার বাসিন্দা মহম্মদ আক্রম আলি, তপসিয়ার বাসিন্দা মহম্মদ কুরেশি এবং মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা আনারুল হককে গ্রেফতার করা হয়েছে।
প্রত্যেকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের জেরা করছে এসটিএফের আধিকারিকরা। তারা কোথা থেকে এই টাকা পেল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই টাকা তারা কোথায় পৌঁছে দিচ্ছিল তাও জানার চেষ্টা হচ্ছে।
এমনিতেই মালদা হয়ে কলকাতায় প্রচুর পরিমাণে জাল নোট প্রবেশ করে বলে দাবি পুলিশের। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আগেই গ্রেফতার করা হয়েছে। এই চার জন তাদের চেনে কি না বা তাদের সঙ্গে কোনও ভাবে যুক্ত কিনা তা জানার কাজ শুরু হয়ে হয়েছে।