This Article is From Dec 18, 2019

২০০৮-এর জয়পুর বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ৪ জন, ওই বিস্ফোরণে প্রাণ যায় ৮০ জনের

2008 Jaipur bomb blasts: সন্ত্রাসবাদী গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকাল এই বোমা বিস্ফোরণের ঘটনার মাস্টারমাইন্ড বলে অনুমান

২০০৮-এর জয়পুর বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ৪ জন, ওই বিস্ফোরণে প্রাণ যায় ৮০ জনের

২০০৮ সালের ওই বিস্ফোরণে ৮০ জনের মৃত্যু হয়, আহত দেড় শতাধিক

হাইলাইটস

  • ২০০৮ সালের জয়পুর ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ৪ জন
  • একজনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে
  • ওই বিস্ফোরণে মৃত্যু হয় ৮০ জনের, আহত প্রায় ১৭০ জন
জয়পুর:

২০০৮ সালের জয়পুর ধারাবাহিক বিস্ফোরণ মামলায় (Jaipur 2008 blasts) ৪ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। ওই ধারাবাহিক বিস্ফোরণে সেই সময় প্রাণ যায় ৮০ জনের, আহত হন কমপক্ষে ১৭০ জন। তবে বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের মধ্যে ১ জনকে বেকসুর খালাস করে দেয় আদালত। এই ঘটনায় (Jaipur) আরও ৩ অভিযুক্ত দিল্লির তিহার জেলে বন্দি। সন্ত্রাসবাদী গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকাল এই বোমা বিস্ফোরণের ঘটনার মাস্টারমাইন্ড বলে মনে করা হচ্ছে।

রাজস্থানের সন্ত্রাসবিরোধী দলের আরও অনুমান যে, জয়পুরে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত আরও ২ জন বাটলা হাউসে দিল্লি পুলিশের সঙ্গে গুলির লড়াই চলার সময় মারা যায়।

.