Read in English
This Article is From Feb 12, 2019

‘চোর যেন জল দেয় বনসাই গাছে’, আবেদন বনসাইয়ের মালিকের

ফুয়ুমি লিমুরার স্বামী সেইজি লিমুরা এই বনসাইগুলির পঞ্চম প্রজন্মের অধিকারী। এগুলি আদতে তার পরিবারের বহু প্রাচীন সম্পত্তি। তাদের পরিবার এডো যুগ থেকে এই বনসাইগুলির দায়িত্ব পালন করছে।

Advertisement
ওয়ার্ল্ড (c) 2019 The Washington Post

ফুয়ুমি লিমুরার ফেসবুক পেজ থেকে সংগৃহিত ছবি

Highlights

  • লিমুরার বাগান থেকে কিছু দামি বনসাই চুরি করে নিয়ে যায় একদল বনসাই চোর
  • লিমুরা বলেন, ‘‘এ যেন সন্তান হারানোর কষ্টের সমান
  • এই সিম্পাকু বনসাইটি ৪০০ বছরের পুরনো

ফুয়ুমি লিমুরা একটি মেসেজে জানিয়েছেন, যিনি তার বাড়ির বাগানে ঢুকে পৃথিবীর সবচেয়ে দামি বনসাই গাছ নিয়ে গিয়েছেন, তিনি যেন নিয়মিত গাছটিকে জল দিয়ে যত্ন করেন। সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী লিমুরার কালেকশন থেকে বেশ কিছু দামি বনসাই চুরি করে নিয়ে যায় একদল বনসাই চোর। তার মধ্যেই বিশ্বের সবচেয়ে দামি বনসাইটিও ছিল।

লিমুরা বলেন, ‘‘এ যেন সন্তান হারানোর কষ্টের সমান। গাছটিকে যারা চুরি করেছে তারা যদি ঠিকমতো যত্ন না নেয় তা হলে এত দিনের কঠোর পরিশ্রম জলে যাবে।''

আদালতের অবমাননা করায় এক লাখ টাকা জরিমানা দিতে হবে নাগেশ্বর রাওকে

Advertisement

‘‘আমি শুধু চাই যিনি বনসাই নিয়ে গিয়েছেন তিনি যেন এটাকে নিয়মিত যত্ন করেন এবং জল দেন। এই সিম্পাকু বনসাইটি ৪০০ বছরের পুরনো। এর নিয়মিত যত্ন ও জল প্রয়োজন। নিয়মিত যত্ন পেলে এই বনসাই অনির্দিষ্টকালের জন্য বেঁচে থাকতে পারে।'', বলেন গাছটির মালিক।

সিএনএন-এর খবর অনুযায়ী মোট সাতটি বনসাই চুরি গিয়েছে লিমুরাদের বাগান থেকে। তবে সিম্পাকু তার মধ্যে সবচেয়ে দামি ছিল। লিমুরা বলেন, ‘‘আমরা এই গাছগুলিকে সন্তানের মতো স্নেহ দিয়ে বড় করেছিলাম, এগুলি হারানোর কষ্ট বলে বোঝাতে পারবো না।''

Advertisement

অসমে বাঙালি খুন! নিরাপত্তার দাবিতে লোকসভায় সরব তৃণমূল ও কংগ্রেস

ফুয়ুমি লিমুরার স্বামী সেইজি লিমুরা এই বনসাইগুলির পঞ্চম প্রজন্মের অধিকারী। এগুলি আদতে তার পরিবারের বহু প্রাচীন সম্পত্তি। তাদের পরিবার এডো যুগ থেকে এই বনসাইগুলির দায়িত্ব পালন করছে।

Advertisement

ফুয়ুমি লিমুরার ফেসবুক প্রোফাইলে এই বনসাই গাছগুলির অসংখ্য ছবি রয়েছে। তবে সবকটি বনসাই গাছের মধ্যে সিম্পাকু ছিল তাদের সবচেয়ে প্রিয়।

সিম্পাকু জুনিপার এখন খুবই বিপন্ন প্রজাতির বনসাই। তাদের খুব কম এলাকায় খুঁজে পাওয়া যায় বলে বিশ্ব বনসাই ফ্রেন্ডশিপ ফেডারেশন জানিয়েছে।

Advertisement

এত পুরনো এবং দামি গাছগুলিকে কিন্তু লিমুরা দম্পতি লুকিয়ে রাখতেন না। এগুলিকে তারা নিজেদের বাগানে সকলের দেখার জন্যই রেখে দিতেন এবং তেমন কোনোও নিরাপত্তার ব্যবস্থা তারা রাখেননি।

আরও খবর দেখুন এখানে



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement