চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটি হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে। অন্যটি মুর্শিদাবাদে।
কলকাতা: আরও চারটি সরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করছে রাজ্য। মন্ত্রিসভার বৈঠকে শুক্রবার এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটি হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে। অন্যটি মুর্শিদাবাদে।
অন্যদিকে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পূর্ব মেদিনীপুরে প্রস্তাবিত মহাত্মার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের শিল্যানাস হবে গান্ধি জয়ন্তীতে ।
এই চারটি তৈরি হয়ে গেলে রাজ্যে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে হবে 28। এই চারটি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি খোঁজার কাজ শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন তাঁর দপ্তর ও জেলা প্রশাসনগুলি যৌথ ভাবে এই কাজ করছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)