This Article is From Aug 22, 2018

মুম্বাইয়ের বহুতল বিশিষ্ট ভবনে আগুন লেগে মৃত 4, আহত 16

 এই ভবনের একেবারে ওপরের তলায় কিছু লোক বন্দি হয়ে আছে

মুম্বাইয়ের বহুতল বিশিষ্ট  ভবনে আগুন লেগে মৃত 4, আহত 16

মুম্বাই পার্লের ক্রিস্টাল টাওয়ার -এর বহুতল বিশিষ্ট ভবনে আগুন

মুম্বাই:
আজ সকালে মুম্বাইয়ের একটি বহুতল বিশিষ্ট  ভবনে আগুন লাগার জন্য প্রাণ হারিয়েছেন 4, এই 4 -এর মধ্যে এক বয়স্ক মহিলাও ছিলেন। আহত 16 জন।  আজ সকালে এই বহুতল বিশিষ্ট ভবনটিতে আগুন লাগে। আজ সকালে মুম্বাইয়ের এক বহুতল বিশিষ্ট ভবনে আগুন লেগেছে। দমকল বাহিনীর পক্ষ থেকে  ঘটনা স্থলে দশটি গাড়ি পাঠানো হয়েছে, পরিস্থিতি আয়ত্তে আনার জন্য।  এই ভবনের একেবারে ওপরের তলায় কিছু লোক বন্দি হয়ে আছে। 

যে ভবনটিতে আগুন লেগেছে তা ক্রিস্টাল টাওয়ার নাম পরিচিত।  মুম্বাই পার্লের হিন্ডমাতা সিনেমা হলের কাছেই এই ভবনটি অবস্থিত।  আজ সকালে ভবনটি থেকে প্রচুর আগুন ও ধোঁয়া নির্গত হতে দেখা যায়।  

এই ভবনে যারা আটক পড়ে আছে তাদের ক্রেনের সাহায্যে বাইরে বাইরে আনার চেষ্টা করা হচ্ছে। সর্বাধিক উঁচু তলার থেকে কিছু বাসিন্দাকে বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে।  এই ভবনে ঠিক কত মানুষ আটকে আছে এখনও নিশ্চিত ভাবে তা জানা যায়নি।    

 

i836nho

ক্রেনের সাহায্যে বন্দিদের উদ্ধার করার দৃশ্য, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, গত বছর ডিসেম্বরেও  এই আগুন লাগার জন্য মহানগরীতে ১৪ জন প্রাণ হারিয়েছিল।  

.