This Article is From Aug 20, 2018

ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতের ফলে আহত ছয় এবং মৃত চার

গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গেও প্রকৃতি বিরূপ, সেখানেও প্রাণ হারিয়েছে বহু মানুষ, আহতের সংখ্যাও অনেক

ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতের ফলে আহত ছয় এবং মৃত চার
কলকাতা:

ভারত বর্ষের বিভিন্ন স্থান জুড়ে ঝড়-বৃষ্টির দাপটে মানুষ আজ অসহায়। কেরলের অবস্থা খুবই শোচনীয়, বহু মানুষ মারা গেছে, গৃহহীন বহু মানুষ। গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গেও প্রকৃতি বিরূপ, সেখানেও প্রাণ হারিয়েছে বহু মানুষ, আহতের সংখ্যাও অনেক। গতকাল রাতেও ঝড় - বৃষ্টি ও বজ্রপাতের কারণে প্রাণ হারিয়েছে 4 এবং আহত ছয়। ঘটনাটি জানা গেছে পুলিশ সূত্র থেকে।   

মৃত চারের মধ্যে দুটি স্কুল পড়ুয়াও ছিল। ঘটনাটি ঘটেছে  পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায়। সাগর দ্বীপপুঞ্জের মহিষমারী এলাকায় দুই স্কুল পড়ুয়া যখন মাঠে খেলছিল তখন বজ্রাঘাতে তারা প্রাণ হারায়। একই সাথে এক জেলেও প্রাণ হারিয়েছে। আরও পাঁচজন মৃত্যুর সাথে লড়াই করছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের অবস্থা খুবই আশঙ্কা জনক।  

এই ঘটনার জেরে, পাথরপ্রতিমা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের এক জেলে প্রাণ হারিয়েছে। 

বজ্রাঘাতের ফলে রায়দিঘি এলাকার এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।     



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.