দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে (প্রতীকি ছবি)
বর্ধমান: উৎসবের আবহেই পূর্ব বর্ধমানে পথ দুর্ঘটনায় চারজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, রবিবার রাতে, মেমারি থেকে ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে বর্ধমান শহরে ফিরছিলেন চারজন পুলিশকর্মী, পালসিট টোলপ্লাজা সংলগ্ন এলাকায় তাঁদের গাড়ির সঙ্গে বালি বোঝাই একটি ট্রাকের ধাক্কা লাগে। ওই পুলিশ আধিকারিক জানান, “ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপ বালা, বিশ্বজিৎ সামুই এবং বাদল সরকার নামে তিন পুলিশকর্মীর, সোমবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রবীর হাতির”। ওই চারজন পুলিশের গাড়ির চালক ছিলেন বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।
দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)