This Article is From Mar 01, 2019

জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন ৪ নিরাপত্তাকর্মী

এক অফিসার সহ চারজন নিরাপত্তাকর্মী জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন শুক্রবার।

এই গুলির লড়াইয়ে আহত হয়েছেন অন্তত ৮ জন। (ফাইল চিত্র)

শ্রীনগর:

এক অফিসার সহ চারজন নিরাপত্তাকর্মী জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন শুক্রবার। সূত্র জানিয়েছে, 'ইতিমধ্যেই মৃত' ধরে নেওয়া হয়েছিল যে সন্ত্রাসবাদীকে, সে আচমকা একটি ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে নিরাপত্তাকর্মীদের হতভম্ব করে দিয়ে তাঁদের দিকে গুলিবর্ষণ করতে আরম্ভ করে।  সূত্র জানিয়েছে, সিআরপিএফের একজন ইনস্পেক্টর, এক জওয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশের দুই কর্মীর মৃত্যু হয়েছে এই গুলির লড়াইতে। সন্ত্রাসবিরোধী অভিযান চলছিল কুপওয়ারা জেলার ল্যাঙ্গেট অঞ্চলের ক্রালকুন্দ গ্রামে। সেই সময়ই আচমকা শুরু হওয়া গুলির লড়াইতে প্রাণ হারান ওই চারজন। নিরাপত্তাবাহিনীর কর্তারা জানিয়েছেন, দিনের মধ্যে অনেকটা সময়েই মাঝেমাঝেই গুলির লড়াইয়ে বিরতি চলছিল। কিন্তু নিরাপত্তাবাহিনীর সদস্যরা জঙ্গিরা যে বাড়িটিতে লুকিয়ে ছিল তার দিকে এগোতে শুরু করা মাত্রই ফের গুলি চালাতে আরম্ভ করে লুকিয়ে থাকা জঙ্গিরা।

ফিরে আসছেন অভিনন্দন বর্তমান,আট্টারি-ওয়াঘায় বাতিল রিট্টিট

গুলির লড়াইতে মৃত্যু হয়েছে দুজন জঙ্গির। বৃহস্পতিবার রাতের দিকে ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া যায়। তারপরই শুক্রবার সকাল থেকে সেখানে হানা দেয় নিরাপত্তাবাহিনী। এই গোলাগুলির লড়াইতে আহত হয়েছে চারজন সাধারণ মানুষ। জানিয়েছেন নিরাপত্তাবাহিনীর কর্তারা।

.