This Article is From Sep 14, 2018

ক্যানিং- এ আগুনে পুড়া ছাই চারটি দোকান

West Bengal: আগুনে পুড়ে গেল অন্তত চারটি দোকান। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের ঘটনা।

Advertisement
অল ইন্ডিয়া

আজ সকাল দশটা নাগাদ লাগে আগুন।

কলকাতা:

আগুনে পুড়ে গেল অন্তত চারটি দোকান। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের ঘটনা। আজ সকাল দশটা নাগাদ লাগে আগুন।

ক্যানিংয়ের কলেজ মোড় এলাকার একটি বাজারে এই ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত না হলেও ক্ষয়ক্ষতি হয়েছে।  পুলিশ সূত্রে খবর প্রথমে মিষ্টির  দোকানে আগুন লাগে।

তারপর সাইকেল মেরামতির দোকান থেকে শুরু করে অন্য দোকানে  ছড়িয়ে পড়ে আগুন। কমবেশি আটটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে । 

আগুনের তাপে রান্নার গ্যাসের একটি সিলিন্ডারও ফেটে গিয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। 

Advertisement

অন্যদিকে, আগুন নেভাতে যাওয়া দমকল কর্মীদের নিগ্রহ করার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। তাদের অভিযোগ আগুন নেভানোর কাজ শুরু হতে দেরি হয়েছে। তবে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকায় গোলমাল বড় আকার ধারন করতে পারেনি। আর কোনও দমকল কর্মী আহতও হননি। কিছুটা সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

কলকাতা সহ রাজ্যের বাজার এলাকাগুলিকে গত কয়েক বছরের মধ্যে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের গ্রাসে গিয়েছে একের পর এক দোকান , ঝরেছে প্রাণ। এ সব বন্ধ করতে নানা রকম ব্যবস্থা করেছে সরকার। তবে কিছু কাজ যে এখনও বাকি তা আবারও স্পষ্ট হল। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাজারে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল কিনা তাও দেখা হচ্ছে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement