Read in English
This Article is From Apr 24, 2020

করোনা নিয়ে ফ্রান্সে নয়া পরীক্ষা, সিগারেটের নিকোটিন দিয়ে চিকিৎসার চেষ্টা

গবেষকরা স্পষ্ট জানিয়েছেন, তাঁদের গবেষণার উদ্দেশ্য মানুষকে ধূমপান করতে উৎসাহিত করা নয়। নিকোটিন দেহের ক্ষতিও করে।

Advertisement
ওয়ার্ল্ড Edited by

করোনাকে হারাতে নয়া গবেষণা ফ্রান্সে।

Highlights

  • করোনা চিকিৎসায় নিকোটিন ব্যবহারের গবেষণা ফ্রান্সে
  • ট্রায়ালের অনুমতি চাইল গবেষক দল
  • এখনও পর্যন্ত ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়ে মৃত ২১,০০০-এরও বেশি

নিকোটিন (Nicotine) মানুষকে করোনা ভাইরাসের  (Coronavirus)  প্রকোপ থেকে বাঁচাতে পারে। ফ্রান্সের এক সাম্প্রতিক গবেষণা তেমনই দাবি করছে। প্যারিসের একটি শীর্ষ হাসপাতালের গবেষকরা ৩৪৩ জন করোনা আক্রান্তকে পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩৯ জনের শরীরে করোনার মৃদু লক্ষণ রয়েছে। গবেষক দলের এক গবেষকের দাবি, এঁদের মধ্যে মাত্র পাঁচ শতাংশই ধূমপান করেছেন। গত মাসে ইংল্যান্ডের একটি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুসারে, চিনে ১০০০ জনের মধ্যে ১২.৬ শতাংশ ধূমপান করেছেন। গবেষণা অনুসারে, নিকোটিন ভাইরাসগুলি কোষে পৌঁছতে বাধা দিতে পারে। ফলে সেগুলি শরীরে ছড়িয়ে দিতে পারে না। এবার ফ্রান্সের স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়ে পরীক্ষামূলক চিকিৎসা শুরু করতে চায় ওই গবেষক দল।

করোনা ভাইরাসের যম সূর্যালোক, চাঞ্চল্যকর দাবি মার্কিন বিজ্ঞানীদের

তারা প্যারিসের এক হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের উপরে নিকোটিন প্যাচ ব্যবহার করার পরিকল্পনা করছে। ওখান থেকেই এই গবেষণা শুরু হয়েছে। গবেষকরা দেখতে চান ওই প্যাচগুলি স্বাস্থ্যকর্মীদের শরীরকে করোনার সংস্পর্শে আসতে বাধা দিচ্ছে কিনা।

Advertisement

পাশাপাশি রোগীদের শরীরেও ওই প্যাচগুলি ব্যবহার করে দেখতে চান ওই গবেষকরা, যাতে তাঁরা পরীক্ষার ফলাফল আরও কাছ থেকে জানতে পারে।

কাল থেকে ব্রিটে‌নে শুরু মানুষের উপরে করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ

Advertisement

গবেষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাঁদের গবেষণার উদ্দেশ্য মানুষকে ধূমপান করতে উৎসাহিত করা নয়। সিগারেটে পাওয়া নিকোটিন করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারে। তবে নিকোটিন দেহের ক্ষতিও করে।
প্রসঙ্গত, প্রতি বছর ফ্রান্সেই তামাকের প্রকোপে সবথেকে বেশি মানুষ মারা যান। এখানে প্রতি বছর ৭৫,০০০ হাজার মানুষ প্রাণ হারান তামাক সেবনের ফ‌লে।

এই মুহূর্তে ইউরোপীয় দেশগুলির মধ্যে করোনা ভাইরাসের প্রকোপে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ফ্রান্স। সেখানে এখনও পর্যন্ত ২১,০০০-এরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা সংক্রমণে। সংক্রমণ দেখা গিয়েছে দেড় লক্ষের ও বেশি মানুষের শরীরে।

Advertisement